Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

জাতীয় পর্যায়ে হবিগঞ্জের রেঞ্জার দল ২য় এবং গার্ল গাইড ৩য়

স্টাফ রিপোর্টার ॥ বিশ^ চিন্তা দিবস উপলক্ষে ‘ওয়ার্ল্ড থিংকিং একটিভিটি প্যাক’ কর্মসূচিতে অংশ নিয়ে বাজিমাত করেছে হবিগঞ্জ জেলার বনরথী মুক্ত রেঞ্জার এবং বিকেজিসি সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের গাইড কোম্পানী দল। সারা দেশের মাঝে মুক্ত রেঞ্জার হয় ২য় এবং গার্ল গাইড দল হয় তৃতীয়। শনিবার সকালে ঢাকার গার্ল গাইড কার্যালয়ে এক অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন শিক্ষামন্ত্রী ড. দিপু মনি। কর্মসূচিতে হবিগঞ্জ জেলার নেতৃত্ব্ দেন হবিগঞ্জ গার্ল গাইডের জেলা সম্পাদিকা ও বিকেজিসি সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক পূর্ণিমা দাশ তালুকদার। তিনি জানান, হবিগঞ্জে গাল গাইড আন্দোলন নতুনভাবে শুরু হলেও অল্প সময়ে সারা দেশের মাঝে সেরা হওয়া নিঃসন্দেহে কৃতিত্বের। হবিগঞ্জে গার্ল গাইডের কলেজ শাখার জন্য আমরা মুক্ত রেঞ্জার চালু করেছি। এর প্রাথমিক পর্যায়ের হলদে পাখি জেলার ২০টি প্রাথমিক বিদ্যালয়ে শুরু হয়েছে। প্রধানমন্ত্রী চান গার্ল গাইডকে এগিয়ে নিতে। হবিগঞ্জের জেলা প্রশাসনও এ ব্যাপারে তৎপর থাকায় আগামীতে আমরা আরও বড় ধরনের সফলতা বয়ে আনতে পারব।