Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

শহরে চিচকে চোরের উপদ্রব বৃদ্ধি প্রায় দিনই ঘটছে ছোট-বড় চুরির ঘটনা

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরে চিচকে চোরের উপদ্রব মারাত্মকভাবে বৃদ্ধি পেয়েছে। প্রতিদিনই কোন না কোন বাসায় ও দোকানে চুরি সংঘটিত হচ্ছে। চোরের হাত থেকে রেহাই পায়নি হবিগঞ্জ সরকারী বৃন্দাবন কলেজের প্রভাষক মাহমুদুল হাসান। এছাড়াও ইতোপূর্বে বেশ কিছু বাসাবাড়িতে চুরি সংঘটিত হলেও অদ্যবদি কোন চোর গ্রেফতার হয়নি। ফলে শহরজুড়ে আতংক বিরাজসহ চুরি বৃদ্ধি পেয়েছে। গত শুক্রবার শহরের অনন্তপুর এলাকার বাসিন্দা প্রভাষক মাহমুদুল হাসান বাসার দরজা লক করে জুম্মার নামাজে যান। নামাজ থেকে এসে দেখেন তার বাসার দরজা খোলা এবং ভিতরের জিনিসপত্র এলোমেলো হয়ে পড়ে আছে। বাসায় প্রবেশ করে দেখেন বিপুল পরিমান স্বর্ণ, নগদ টাকা ও মোবাইলসহ বিভিন্ন মালামাল নিয়ে গেছে। বিষয়টি তিনি পুলিশকে অবগত করেন। অভিযোগ রয়েছে শহরের অনন্তপুর, শায়েস্তানগর, মোহনপুর, রাজনগর, ইনাতাবাদ, তেঘরিয়া, শ্যামলীসহ বিভিন্ন এলাকায় সন্ধ্যা হলেই চুরি সংঘটিত হয়। তবে এদের মাঝে রয়েছে বেশ কিছু সংখ্যাক চিহ্নিত চোর।
এ ব্যাপারে ওসি মাসুক আলী জানান, প্রভাষকের বাসায় পুলিশ গিয়েছে এবং চোরদের ধরতে অভিযান অব্যাহত আছে।