Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

শচীন্দ্র কলেজে একুশে ফেব্রুয়ারি উদযাপন

স্টাফ রিপোর্টার ॥ মহান একুশে ফেব্রুয়ারী ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে একুশের প্রথম প্রহরে শচীন্দ্র কলেজের শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীদের শহীদ মিনারে বিনম্র শ্রদ্ধাসহ পুষ্পস্তবক অর্পণ করা হয় ও বীর শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে এক মিনিট নীরবতা পালন করা হয়। অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোঃ হাবিবুর রহমানের সভাপতিত্বে সকাল ১০ ঘটিকায় পবিত্র কুরআন তেলওয়াত ও পবিত্র গীতা পাঠের মাধ্যমে আলোচনা সভা শুরু হয়। প্রধান অথিতি হিসেবে বক্তব্য রাখেন- কলেজ গভর্নিংবডির সদস্য মোঃ সজীব আলী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন- গভর্নিংবডির সাবেক সদস্য রাখাল চন্দ্র দাস প্রমুখ। শিক্ষকদের পক্ষে বক্তব্য রাখেন- সহকারী অধ্যাপক মো. তরিকুল ইসলাম, প্রবীন্দ্র সমাজপতি, প্রভাষক গৌতম সরকার। শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন- মো. শাহীন আলম ও নজরুল ইসলাম। অনুষ্ঠানে বক্তারা মাতৃভাাষা তথা মহান ২১ এর গুরুত্ব ও তাৎপর্য নিয়ে বিশেষ আলোচনা করেন। প্রভাষক মোহাঃ আব্দুল্লাহ্ ও লিপটন দাশের সহযোগিতায় শিক্ষার্থীদের মধ্যে ভাষা কুইজের আয়োজন করা হয়। প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানটি আহ্বায়কের দায়িত্বে ছিলেন বাংলা বিভাগের প্রভাষক মিহির সরকার ও সঞ্চালনা করেন প্রভাষক রন্জু পাল।