Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

হবিগঞ্জ সরকারি বৃন্দাবন কলেজে সম্প্রসারিত বিট পুলিশিংয়ের জনসচেতনতা মূলক সভা

স্টাফ রিপোর্টার ॥ সম্প্রসারিত বিট পুলিশিং এর আওতায় হবিগঞ্জ সরকারি বৃন্দাবন কলেজে জনসচেতনতা মূলক এক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালে কলেজ হলরুমে উপাধ্যক্ষ শাহনাজ পারভীনের সভাপতিত্বে এবং প্রভাষক ফখরুদ্দিন খান পারভেজের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (হবিগঞ্জ সদর সার্কেল) মোঃ রবিউল ইসলাম (পিপিএম)।
বিশেষ অতিথি ছিলেন কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক ও ব্যবস্থপনা বিভাগের সহযোগী অধ্যাপক ইলিয়াছ বখত চৌধুরী জালাল, হবিগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মাসুক আলী। সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন-শিক্ষা জাতির মেরুদন্ড। প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠান জাতির ভবিষ্যৎতের আয়না। একটি জাতির ভবিষ্যৎ কি তা আঁচ করা যায় ওই সমাজের শিক্ষা প্রতিষ্ঠান দেখে। তিনি আরো বলেন-আমাদের স্বপ্ন স্কুল কলেজ আসা যাওয়ার মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না। আমাদের স্বপ্ন দেখতে হবে নিজের দেশকে প্রতিনিধিত্ব করে সর্বোচ্চ আসনে আসিন হওয়ার। স্বপ্ন পূরণে নিজের সর্বোচ্চ চেষ্টা করতে হবে। কোনভাবে যেন কেউ অকালে অকারণে পথভ্রষ্ট না হয় সে দিকে খেয়াল রাখতে হবে। প্রযুক্তির সঠিক ব্যবহার যেমন আমাদের জীবনের উন্নতি সাধন করছে। ঠিক এর অপব্যবহার আমাদের বিশাল অন্ধকারে নিমজ্জিত করছে। এর অপব্যবহার রোধে যেমন আমাদের সবাইকে সচেতন হওয়া প্রয়োজন ঠিক তেমনই প্রত্যেকটি মা বাবা তাদের সন্তানকে পরিনত বয়সের আগেই প্রযুক্তি হাতে তোলে দেওয়া থেকে বিরত থাকতে হবে।