Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

চুনারুঘাটে শিক্ষক খালেদ হত্যাকান্ডে জড়িত সন্দেহে এক মহিলাসহ আটক ৪

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটে শিক্ষক খালেদ মজুমদার হত্যাকান্ডের সাথে জড়িত ৪ জনকে সন্দেহভাজন হিসেবে আটক করেছে পুলিশ। এরা হলো, ময়নাবাদ গ্রামের আঃ হাই’র পুত্র আতাউর রহমান, প্রবাসি সারফিন চৌধুরীর স্ত্রী চামেলী চৌধুরী, সিরাজ মিয়ার পুত্র স্বপন চৌধুরী ও শাহীন চৌধুরী। ২৫ আগষ্ট রাতে চুনারুঘাট উপজেলা ঝুড়িয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক খালেদ মজুমদার (৩৮)কে ময়নাবাদ গ্রামের একটি কবরস্থানে মারাত্মক আহত অবস্থায় পাওয়া যায়। খবর পেয়ে আত্মীয়রা খালেদকে সিলেটের ইবনে সিনা হাসপাতালে নিয়ে যান। সেখানে তিনি মৃত্যুবরণ করেন। পরদিন নিহত খালেদের ছোট ভাই জুনায়েদ মজুমদার বাদি হয়ে অজ্ঞাত ব্যক্তিদের নামে চুনারুঘাট থানায় মামলা দায়ের করেন। মামলাটির তদন্তভার গ্রহন করেন ওসি (তদন্ত) কাজী কামাল উদ্দিন। গত বৃহস্পতিবার রাতে তদন্ত কর্মকর্তা কাজী কামাল উদ্দিন আসামীদের ধরতে ময়নাবাদ গ্রামে গেলে এলাকার কিছু মানুষ পুলিশকে বাধা দেয়। এনিয়ে পুলিশের সাথে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এক সময় আটক ৪ আসামীকে থানায় নিয়ে আসে পুলিশ। এদেরকে সতর্কতার সাথে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পুলিশ ও এলাকাবাসি জানান, নিহত খালেদ পরকীয়ায় আসক্ত ছিলেন।