Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

হবিগঞ্জে ফ্রি ল্যান্সার টু এন্টারপ্রিউনার কর্মসূচির উদ্বোধন ও লোগো উন্মোচন

স্টাফ রিপোর্টার ॥ সরকারের ডিজিটাল বাংলাদেশ তথা রূপকল্প ২০২১ বাস্তবায়নের অংশ হিসাবে সারা দেশে ফ্রি ল্যান্সার টু এন্টারপ্রিউনার কর্মসূচির উদ্বোধন ও লোগো উন্মোচন করা হয়েছে।
গতকাল দুপুরে হবিগঞ্জের জেলা প্রশাসক সম্মেল কক্ষে হবিগঞ্জ জেলায় উক্ত কর্মসূচির লোগো উন্মোচন করেন জেলা প্রশাসক মোঃ জয়নাল আবেদীন।
উদ্বোধনী ও লোগো উন্মোচন অনুষ্ঠানে এডঃ মোঃ আবু জাহির এমপি, এডঃ মোঃ আব্দুল মজিদ খান এমপি, আব্দুল মুনিম চৌধুরী বাবু এমপি, জেলা পরিষদ প্রশাসক ডাঃ মুশফিক হোসেন চৌধুরী, পুলিশ সুপার মোঃ কামরুল আমিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আব্দুর রউফ, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোঃ সুলতান আলম, হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ নাহিজ সহ জেলার সকল উপজেলা চেয়ারম্যানবৃন্দ, উপজেলা নির্বাহী কর্মকর্তাগন, সাংবাদিকবৃন্দ, পিকেএসএফএর প্রতিনিধি এবং ফ্রিল্যান্সারগণসহ জেলার বিভিন্ন সরকারী দপ্তরের বিভাগীয় প্রধানগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে তথ্য ও যোগাযোগ মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী ও আইসিটি বিভাগের সচিব এর সাথে কথা বলেন এডঃ মোঃ আবু জাহির এমপি ও জেলা প্রশাসক মোঃ জয়নাল আবেদীন।
মন্ত্রী রূপকল্প ২০২১ বাস্তবায়নে হবিগঞ্জের কর্মকান্ডের প্রসংশা করে জেলা প্রশাসককে ধন্যবাদ জানান।