Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

হবিগঞ্জ শহরের বাণিজ্যিক এলাকায় আদালতের আদেশ অমান্যের অভিযোগ

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের বাণিজ্যিক এলাকায় দোকান ঘর নিয়ে দীর্ঘদিন ধরে চলা বিরোধটি আবারো মাথাচাড়া দিয়ে উঠেছে। একপক্ষ আদালতের সিদ্ধান্তকে অমান্য করে সিলগালা ভেঙে দোকানে প্রবেশ করেছে। এ ব্যাপারে ফারজানা আক্তার ইজা নামে এক ব্যক্তি পুলিশ সুপারসহ বিভিন্ন স্থানে অভিযোগ করছেন।
ফারজানার অভিযোগ- ‘আদালতের নির্দেশ অমান্য করে দোকানের সিলগালা ভেঙে দিয়েছে প্রভাবশালী আমিনুল হক ও তার লোকজন। সেই সঙ্গে তার অসুস্থ বাবাসহ পরিবারের লোকদেরকে বিভিন্নভাবে হুমকি দিচ্ছে। জানা যায়, গত বছরের জানুয়ারির ২৮ তারিখ সদর মডেল থানার অফিসার ইনচার্জকে শহরের বাণিজ্যিক এলাকার পরিত্যক্ত বিরোধপূর্ণ দোকানটিকে সিলগালা করে রিসিভার নিয়োগের আদেশ দেন হবিগঞ্জ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালত। পরদিন দোকান সিলগালা করে আদালতে প্রতিবেদন জমা দেয় পুলিশ। ওই বছরের ১২ মার্চ আমিনুল হকের পক্ষ একটি ফৌজদারী রিভিশন দায়ের করলে তিনমাসের জন্য মামলার কার্যক্রম স্থগিত করেন হাইকোর্ট। এর পর অক্টোবরের ১৯ তারিখ হাইকোর্ট ওই স্থগিতাদেশের আদেশ আরো ছয় মাসের জন্য বর্ধিত করেন।