Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

হাসপাতাল এলাকার সুবর্ণা ফার্মেসীতে হামলা ॥ ভাংচুর লুটপাট ॥ আটক ১

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতাল এলাকার সুবর্ণা ফার্মেসীতে হামলার ঘটনা ঘটেছে। হামলাকারীরা ফার্মেসীতে ভাংচুর করে নগদ দেড় লাখ টাকাসহ মূল্যবান ঔষধ লুট করে নিয়ে গেছে। হামলায় ফার্মেসী মালিক সুধীর চন্দ্র শীল আহত হয়েছেন। হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে এ এইচ রুবেল মিয়া নামে একজনকে পুলিশ আটক করেছে। এ ঘটনায় সদর মডেল থানায় মামলা দায়ের করা হযেছে। সুবর্ণা ফার্মেসীর মালিক সুধীর চন্দ্র শীল ও অভিযোগ সূত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার দুপুরে জেলা পরিষদ মার্কেটের মা ফার্মেসী থেকে একটি প্রলিন সুতা ক্রয় করেন। ওই সুতার দাম বেশী রাখা হয়েছে বলে ওই ক্রেতা সুবর্ণা ফার্মেসীর মালিকের নিকট অভিযোগ করেন। এ সময় সবর্ণা ফার্মেসীর মালিক বিষয়টি মা ফার্মেসীর মালিকের ঘনিষ্ট সেলিম মিয়াকে জিজ্ঞেস করেন। এ নিয়ে উভয়ের মাঝে কথা কাটাকাটি হয়। এর জের ধরে সুবর্ণা ফার্মেসীতে হামলার ঘটনা ঘটে। সুবর্ণা ফার্মেসীর মালিক সুধীর চন্দ্র শীল জানান, হামলাকারীরা তার ফার্মেসীতে ব্যাপক ভাংচুর করে নগদ ১ লাখ ৩৯ হাজার টাকা, দেড় লাখ টাকা মুল্যের বিভিন্ন সার্জিক্যাল মালামালসহ দামী ঔষধ নিয়ে যায়।
হামলায় সুধীর চন্দ্র শীলের বাম হাতের তিনটি আঙ্গুল ভেঙ্গে গেছে। তাকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে
মূল হামলাকারী সদর উপজেলার আষেরা গ্রামের মোঃ মহিউদ্দিন মিয়ার পুত্র বর্তমানে অনন্তপুরে বসবাসরত এ এইচ রুবেল মিয়াকে পুলিশ আটক করেছে। এ ঘটনায় সুধীর চন্দ্র শীল বাদী হয়ে মাÑফার্মেসীর মালিক এ এইচ রুবেল মিয়া, বানিয়াচং উপজেলার হিয়ালা গ্রামের সেলিম মিয়া, সদর উপজেলার রিচি গ্রামের আব্দুল খালেক মিয়ার পুত্র রাহুল মিয়ার নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ৪/৫ জনকে আসামী একটি মামলা দায়ের করেছেন।
এ ব্যাপারে সদর থানার অফিসার ইনচার্জ মোঃ মাসুক আলী জানান, হামলার খবর পেয়ে তাৎক্ষণিক পুলিশ পাঠিয়েছি। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে একজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় অভিযোগ পেয়েছি। অভিযুক্তদের গ্রেফতারে অভিযান চলছে।