Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বানিয়াচংয়ে জাল পরচা তৈরি করায় দু’জনকে ২০ হাজার টাকা জরিমানা করলেন ইউএনও

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ বানিয়াচংয়ে জাল পরচা তৈরি করে দলিল রেজিষ্ট্রি করতে গিয়ে ধরা পড়ায় দুই জনকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ইউএনও মামুন খন্দকার। জানা যায়, সাব রেজিষ্ট্রি অফিসের দলিল লেখক আব্দুল খালেক মিয়ার সহকারী উপজেলার মন্দরী গ্রামের সিদ্দিক উল্লার ছেলে সেলিম মিয়া বৃহস্পতিবার জাল পরচা দিয়ে দলিল রেজিষ্ট্রি করার জন্য সাব রেজিষ্টার শংকর কুমার ধরের কাছে যায়। এ সময় দলিলের সাথে জমা দেয়া পরচাকে জাল হিসেবে সনাক্ত করেন সাব রেজিষ্ট্রার। এ সময় সাব রেজিষ্ট্রার তাকে আটক করে উপজেলা নির্বাহী অফিসারকে অবগত করেন। ইউএনও মোবাইল কোর্ট বসিয়ে সেলিমকে জিজ্ঞাসা করলে সে পাইকপাড়া গ্রামের শেখ ফিরোজ আলীর ছেলে বড়বাজারের কম্পিউটার কম্পোজ দোকানি শেখ কামরুলের কম্পিউটার থেকে জাল পরচা তৈরি করেছে মর্মে স্বীকারোক্তি দেয়। অবশেষে ইউএনও সেলিমকে ১০ হাজার ও কম্পিউটার দোকানী কামরুলকে ১০ হাজার টাকা জরিমানা করেন।
এ ব্যাপারে বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসার মোঃ মামুন খন্দকার বলেন, জালিয়াতির বিষয়টি প্রমাণিত হওয়ায় ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৫২ ধারায় ২ জনকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।