Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

অস্ত্র মামলায় আওয়ামীলীগ নেতা ইউপি চেয়ারম্যান বুলবুলের ১০ বছরের কারাদন্ড

পাবেল খান চৌধুরী ॥ শায়েস্তাগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বুলবুল খানকে অস্ত্র মামলায় ১০ বছরের কারাদন্ড দিয়েছেন আদালত। গতকাল মঙ্গলবার বিকেলে এ রায় দেন হবিগঞ্জ বিশেষ ট্রাইব্যুনাল-৪ এর বিচারক মোহাম্মদ শহিদুল আমিন।
কারাদন্ডপ্রাপ্ত বুলবুল খান শায়েস্তাগঞ্জ উপজেলার নিশাপট গ্রামের মৃত ছুরক আলীর পুত্র।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০১২ সালের ১৫ মার্চ গভীর রাতে র‌্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের ডিএডি সৈয়দ আবুল হাশেম নেতৃত্বে একদল র‌্যাব অভিযান চালায়। তার স্বীকারোক্তি মতে বাড়ির একটি সোফার নীচ থেকে একটি অবৈধ রিভলভার উদ্ধার করা হয়। এ ঘটনায় শায়েস্তাগঞ্জ থানায় একটি অস্ত্র মামলা দায়ের করা হয়। পরে তদন্ত শেষে তার বিরুদ্ধে চার্জশীট দেয় পুলিশ। রাষ্ট্রপক্ষের ২২ জন সাক্ষীর মধ্যে ১৪ জন স্বাক্ষীর স্বাক্ষ্য গ্রহণ ও জেরা শেষে বিজ্ঞ বিচারক ওই রায় ঘোষনা করেন। রায় ঘোষনা কালে আসামী বুলবুল খান আদালতে উপস্থিত ছিলেন। রাষ্ট্রেপক্ষের মামলা পরিচালনা করেন এপিপি আব্দুল মতিন। আসামীপক্ষে মামলা পরিচালনা করেন এডঃ জয়নাল আবেদীন। রায়ের পর আসামীকে কারাগারে প্রেরণ করা হয়।