Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

স্বাস্থ্য ও পঃ পঃ বিভাগের কর্মকর্তা ও কর্মচারীদের সাথে মতবিনিময় সভায় এমপি আবু জাহির জনসংখ্যা নিয়ন্ত্রনে কাজ করাকে সামাজিক দায়িত্ব মনে করতে হবে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা ও বেগবান করতে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তা ও কর্মচারীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে হবিগঞ্জ সদর উপজেলা মিলনায়তনে এই মতবিনিময় সভার আয়োজন করে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগ। হবিগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুর রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন, হবিগঞ্জ-৩ আসনের এমপি এডভোকেট মোঃ আবু জাহির। বিশেষ অতিথি ছিলেন ডেপুটি সিভিল সার্জন ডাঃ আবুল হাশেম, হবিগঞ্জ সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ সরওয়ার আলম ও ভারপ্রাপ্ত উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ আব্দুর রব মোল্লা। আব্দুল মতিনের পরিচালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, আব্দুর রশিদ, এ কে এম হাদি, নুরুর আলম ছিদ্দিকী প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে এমপি আবু জাহির বলেন, জনসংখ্যা নিয়ন্ত্রনে কাজ করাকে শুধু চাকুরী হিসাবে বিবেচনা না করে সামাজিক দায়িত্ব মনে করে কাজ করতে হবে। কারন দেশের প্রধান সমস্যা হল এই জনসংখ্যা সমস্যা। তিনি আরও বলেন, বর্তমান সরকার পরিবার পরিকল্পনার বিষয়ে বিশেষ গুরুত্বারোপ করেছে। গ্রামে গ্রামে কমিউনিটিগুলোকে সক্রিয় করে সেখানে কর্মী নিয়োগ করেছে। অনেক নারী সেখানে কর্মরত। অথচ একটি মহল এই নারীদেরকে ঘরে আটকে রাখতে চায়। এদের ব্যাপারে সবাইকে সজাগ থাকতে হবে।