Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

শায়েস্তাগঞ্জ রেলওয়ের অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হচ্ছে

স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জ রেলওয়ের অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হচ্ছে। গত রবিবার মাইকিং করে রেলকর্তৃপক্ষ বিষয়টি অবহিত করে। এর প্রেক্ষিতে রেলওয়ে কলোনীসহ আশপাশের জায়গায় বসবাসকারী মানুষের মাঝে হতাশা দেখা দিয়েছে। অনেকেই বিভিন্ন স্থানে বাসা খোঁজা শুরু করেছেন। জানা যায়, রেলমন্ত্রণালয়ের নির্দেশে আগামী ৯ ও ১০ ফেব্রুয়ারি রেলের সকল অবৈধ স্থাপনা উচ্ছেদের নির্দেশ দেয়া হয়। এর আগে স্ব-স্ব উদ্যোগে সরে না যাওয়া হয় তাহলে নিয়মানুযায়ী অবৈধ স্থাপনা হিসেবে গণ্য করে উচ্ছেদ কার্যকম চালানো হবে। রেলওয়ে মার্কেটের অনেক ব্যবসায়ীরা জানান, পৌরসভাকে মোটা অংকের টাকা সিকিউরিটি দিয়ে অনেকে দোকান ভাড়া নিয়েছেন। দোকানই তাদের একমাত্র ভরসা। স্বল্প সময়ের নোটিশে যদি তাদের উচ্ছেদ করা হয় তারা পরিবার নিয়ে কোথায় যাবেন সে চিন্তায় এখন দিশেহারা।
পৌরসভা তাদের সিকিউরিটির টাকা ফেরত দিবে কি না জানতে চাইলে ব্যবসায়ীরা অনেকেই সংশয় প্রকাশ করেন।