Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

শহরের মোহনপুর এলাকাবাসীর দুর্দশা লাঘবে বাইপাস সংলগ্ন অবৈধ দখলকৃত জমি উন্মুক্ত করলেন মেয়র জি, কে গউছ

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের মোহনপুর এলাকার শতাধিক পানিবন্দী পরিবারের দুর্দশা লাঘব করতে বাইপাস সংলগ্ন অবৈধ দখলকৃত জমি উম্মুক্ত করলেন মেয়র আলহাজ্ব জি কে গউছ। গত শুক্র ও শনিবার এক্সকেভেটরের মাধ্যমে পৌর বাস টার্মিনাল এলাকায় বাইপাস সড়ক সংলগ্ন রেলের জমিতে অবৈধ স্থাপনা উচ্ছেদ করে পানি নিস্কাশনের নালা কেটে দেয়ার ব্যবস্থা করেন মেয়র। এক্সকেভেটরের মাধ্যমে বাইপাস সড়ক সংলগ্ন রেলের জমিতে নালা কেটে দেয়ার কাজ চলাকালে গতকাল সকালে মেয়র আলহাজ্ব জি, কে গউছ এলাকা পরিদর্শন করেন। অভিযান চলাকালে তাৎক্ষনিকভাবে এলাকা পরিদর্শনে যান হবিগঞ্জের জেলা প্রশাসক মোঃ জয়নাল আবেদীন। জলাবদ্ধতা দুরীকরনে মেয়র আলহাজ্ব জি, কে গউছের উদ্যোগে সন্তোষ প্রকাশ করেন জেলা প্রশাসক। তিনি পৌরসভার যে কোন আইনগত পদক্ষেপে প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করা হবে বলে উল্লেখ করেন। জেলা প্রশাসক ও মেয়র এক্সকেভেটরের কাজ পরিদর্শন করে এলাকাবাসীর সাথে কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন হবিগঞ্জ পৌরসভার কাউন্সিলর সৈয়দা লাভলী সুলতানা, মোঃ আলমগীর, গৌতম কুমার রায়, মটর মালিক গ্র“পের সাধারন সম্পাদক মোঃ শফিকুর রহমান চৌধুরীসহ এলাকাবাসী।