Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

আজমিরীগঞ্জে ছেড়ে দেয়া ২ মাদকব্যবসায়ীকে পুলিশে দিতে চেয়ারম্যানকে দায়িত্ব প্রদান

আমিনুল ইসলাম, আজমিরীগঞ্জ থেকে ॥ আজমিরীগঞ্জ উপজেলার বদলপুর ইউনিয়নে গাঁজাসহ আটকের পর ছেড়ে দেয়া দু’মাদক ব্যবসায়ীকে মোটরসাইকেলসহ থানায় সোপর্দ করার জন্য ইউপি চেয়ারম্যান সুশেনজিত চৌধুরীকে দায়িত্ব দেয়া হয়েছে। গতকাল বদলপুর ইউনিয়ন পরিষদ হল রুমে আইন শৃংখলা বিষয়ক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। সভায় উপজেলা চেয়ারম্যান মোঃ আতর আলী, ইউপি চেয়ারম্যান সুশেনজিতসহ মেম্বারগণ উপস্থিত ছিলেন।
এ ছাড়া সভায় বদলপুর ইউনিয়নে মাদক ব্যাবসা বন্ধে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য অনুরোধ জানানো হয়।
উল্লেখ্য, আজমিরীগঞ্জ উপজেলার বদলপুর ইউনিয়নের পাহাড়পুর মন্টুহাটি গ্রামের রজনী কান্ত রায়ের পুত্র সেন্টু রায় (৪৫) ও সত্যরঞ্জন দাসের পুত্র পিযুষ দাস (২৫) মোটরসাইকেল যোগে ব্যাগে করে প্রায় ১০ কেজি গাঁজা নিয়ে বানিয়াচং উপজেলার মার্কুলী নিয়ে যাচ্ছিল। এরা পাহাড়পুরের নিকলির ঢালা নামক স্থানে পৌছুলে ওই এলাকার প্রভির দাস, সনজিত দাসসহ এলাকাবাসির সন্দেহ হলে তাদের রাস্তা গতিরোধ করে। পরে তাদের ব্যাগ খুলে গাঁজা দেখে মোটর সাইকেল, ১০ কেজি গাঁজাসহ তাদের ইউনিয়ন চেয়ারম্যান সুশেনজিৎ চৌধুরীর নিকট হস্তান্তর করা হয়। পরে অজ্ঞাত কারণে চেয়ারম্যান তাদের ছেড়ে দেন। এ নিয়ে এলাকায় আলোচনা সমালোচনা শুরু হয়।