Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বানিয়াচংয়ে দুই মহল্লার সংঘর্ষের ঘটনায় ৫শ জনের বিরুদ্ধে পুলিশের মামলা দায়ের ॥ ১১ জন গ্রেফতার

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ বানিয়াচংয়ে দুই মহল্লার সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করেছে। গতকাল এসআই ফারুক আহমেদ বাদী হয়ে ৩৭ জনের নাম উল্লেখ পূর্বক অজ্ঞাত আরো ৪০০ থেকে ৫০০ জনকে আসামী করে পুলিশের কর্তব্য কাজে বাঁধা প্রদানসহ উক্ত ঘটনায় পুলিশ সদস্য আহত হওয়ার প্রেক্ষিতে মামলাটি দায়ের করা হয়। মামলাটি তদন্তকারী কর্মকর্তা হিসেবে এসআই আব্দুস ছত্তারকে দায়িত্ব প্রদান করা হয়েছে। এ ঘটনায় পুলিশ বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে ১১ জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলো, রিয়াজ মিয়া (২০), নাজমুল হোসাইন (২১), আলমগীর (২২), নজরুল হোসাইন(২২), ফয়সল (১৯), সিজিল মিয়া(৫০), কুদরত আলী (৪৯), এখলাছ মিয়া (৩৫), নানু মিয়া (৩৬), আবু হাম্মাদ হাদী (২৪), পারভেজ (১৯)।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার হবিগঞ্জের বানিয়াচংয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গ্রাম্য দাঙ্গায় উপজেলা চেয়ারম্যান, পুলিশসহ শতাধিক লোকজন আহত হয়েছে। বানিয়াচং সদরের দোয়াখানী ও প্রথম রেখ গ্রামবাসীর মধ্যে এ সংঘর্ষের ঘটনাটি ঘটে। দুপুর দেড়টায় শুরু হওয়া গ্রাম্য দাঙ্গা একটানা সাড়ে পাঁচটা পর্যন্ত অব্যাহত থাকে। গত বুধবার রাতে দোয়াখানী গ্রামের ছামির উদ্দিন (৪৫) কে রাস্তায় মারপিঠ করে প্রথম রেখ গ্রামের নুর মিয়ার ছেলে দিলু মিয়া (২৬)। এ ঘটনাকে কেন্দ্র করে দু’গ্রামবাসীর লোকজনের মধ্যে গতকাল এ ভয়াবহ সংঘর্ষের ঘটনাটি ঘটে।