Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ সারাদেশের ন্যায় হবিগঞ্জের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়েছে। হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় অনুষ্ঠান এটি। আজ পঞ্চমী তিথিতে দেবীর চরণে পুষ্পার্ঘ্য অর্পণ করেন অগণিত হিন্দু ভক্ত। সরস্বতী পূজা উপলক্ষে হিন্দু সম্প্রদায় বিশেষ করে হবিগঞ্জ বৃন্দাবন কলেজ, মহিলা কলেজ ও হবিগঞ্জ সরকারী বিকেজিসি বালিকা বিদ্যালয়সহ বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা বাণী অর্চনাসহ নানা ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করেছে। বিভিন্ন মন্দির ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পূজা ছাড়াও অন্য অনুষ্ঠানমালায় রযেছে পুষ্পাঞ্জলি প্রদান, প্রসাদ বিতরণ, ধর্মীয় আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, সন্ধ্যা আরতি, আলোকসজ্জা প্রভৃতি। দুপুরে হবিগঞ্জ সরকারি মহিলা কলেজ সরস্বতী পুজা পরিদর্শন করেন অতিরিক্ত পুলিশ সুপার (হবিগঞ্জ সদর সার্কেল) মোঃ রবিউল ইসলাম পিপিএম। এ সময় উপস্থিত ছিলেন আয়োজক কমিটির সভাপতি সহকারি অধ্যাপক ইষুভূষণ দাশ রায়, ত্রয়ী ভট্টাচার্য্য, সহ-সাধারণ সম্পাদক স্বর্ণা দেব, সাংগঠনিক সম্পাদক ঋতু সূত্রধর, সহ-সাংগঠনিক সম্পাদক সঞ্চিতা দাস, প্রচার সম্পাদক লাকী রানী পাল, সহ-প্রচার সম্পাদক তষি রানী দাস, আপ্যায়ন সম্পাদক নিপা পাল, সহ- আপ্যায়ন সম্পাদক তন্মী তালুকদার প্রমূখ।