Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বানিয়াচঙ্গে ভাগনার সাথে খালার বিয়ে ॥ এলাকাজুড়ে তোলপাড় !

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচংয়ে পালিয়ে গিয়ে ভাগনার সাথে খালার বিয়ে হওয়ার ঘটনায় এলাকাজুড়ে সমালোচনার সৃষ্টি হয়েছে। এ নিয়ে এলাকাবাসীর মধ্যে কানাঘোষাও থেমে নেই। ঘটনাটি ঘটেছে বানিয়াচং উপজেলার ২নং উত্তর পশ্চিম ইউনিয়নের রঘুচৌধুরী পাড়া গ্রামে। এলাকাবাসী সূত্রে জানাযায়, তকবাজখানী ও রঘুচৌধুরী পাড়া মহল্লার সর্দার ও সাবেক অবসরপ্রাপ্ত বিডিআর সদস্য আঃ শহিদের কন্যা বানিয়াচং আদর্শ উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী শারমিন আক্তার (১৫) সম্প্রতি তারই ভাগনা উপজেলার ১নং ইউপির পুরানবাগ গ্রামের জাহের আলীর পুত্র বৃন্দাবন কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্র আবেদ আলী ওরফে আশিক (১৮) সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে। আবেদ আলী আঃ শহিদ মিয়ার আপন ভাগনীর ঘরের নাতি। নানী বাড়ীতে আসা যাওয়ার সুবাধে আবেদ আলী ও তারই খালা শারমিন আক্তারের মধ্যে অবৈধ প্রেমের সম্পর্ক গড়ে উঠে। এক পর্যায়ে তারা দু’জন পালিয়ে গিয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। ইসলাম ধর্মে খালাকে বিয়ে করা হারাম হওয়ার পরেও এধরনের কাজকে ছেলে ও মেয়ের পরিবার মেনে নেওয়ায় ছেলের আপন নানা রঘুচৌধূরীপাড়া গ্রামের গরীব উল্লা বলেন,অবৈধ এসব কার্যকলাপের প্রতিবাদ করার লোক এই সমাজে নেই। তিনি জরুরি ভিত্তিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।