Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

সরকারি নিবন্ধন পেল সামাজিক সংগঠন হবিগঞ্জ ছাত্র সমন্বয় ফোরাম

স্টাফ রিপোর্টার ॥ সামাজিক কার্যক্রমের স্বীকৃতি স্বরূপ সরকারি নিবন্ধন পেল সামাজিক সংগঠন হবিগঞ্জ ছাত্র সমন্বয় ফোরাম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর ১৯৬১ সালের স্বেচ্ছামূলক সমাজ কল্যাণ প্রতিষ্ঠান (রেজিষ্ট্রশন ও নিয়ন্ত্রণ) অধ্যাদেশ (নম্বর ৪৬) এর ৪ (৩) ধারার অধীনে এই নিবন্ধন প্রদান করা হয়। যার নিবন্ধন নম্বর-হবি ৭৪৬/২০১৯।
হবিগঞ্জ জেলা সমাজসেবা কার্য্যালয়ের প্রধান সহকারী মোঃ বেলাল আহমেদ এর নিকট থেকে সম্প্রতি এই নিবন্ধন গ্রহণ করেন হবিগঞ্জ ছাত্র সমন্বয় ফোরাম এর ২০২০ইং কার্যকরি বর্ষের সভাপতি মহিবর রহমান শাহিন ও সাধারণ সম্পাদক সুমন চন্দ্র গোপ। এ সময় উপস্থিত ছিলেন হবিগঞ্জ ছাত্র সমন্বয় ফোরাম এর প্রতিষ্ঠাতা সভাপতি ও তত্ত্বাবধায়ক প্রধান শেখ সুলতান মোঃ কাওসার। উল্লেখ্য, শিক্ষা, সংস্কৃতি, ঐক্য-প্রগতি এই শ্লোগান নিয়ে ২০১৫ সালের ১লা নভেম্বর এই সংগঠনটির যাত্রা শুরু হয়। হবিগঞ্জ ছাত্র সমন্বয় ফোরাম প্রতিষ্ঠান পর থেকে আর্তমানবতার কল্যাণে শিক্ষা ও সামাজিক উন্নয়নমূলক কাজ করে যাচ্ছে। তার মধ্যে উল্লেখ যোগ্য- ক্যারিয়ার কাউন্সিল, শীতবস্ত্র বিতরণ, পূজায় নতুন বস্ত্র বিতরণ, ঈদ খাদ্য সামগ্রী বিতরণ, ক্রীড়া প্রতিযোগিতা, কুইজ প্রতিযোতা, ইফতার মাহিফল, রচনা প্রতিযোগিতা, চিত্রাংকন প্রতিযোগিতা, বিতর্ক প্রতিযোগিতা, অসহায় ও দুঃস্থ শিক্ষার্থীদের আর্থিক সহযোগিতা ও বিভিন্ন জনসচেততামুলক কার্যক্রম।