Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বাহুবলে ইট ভাটায় মাটি নিয়ে যাওয়ায় চাষাবাদের অনুপযোগী হয়েছে পড়ছে কৃষি জমি

স্টাফ রিপোর্টার ॥ বাহুবল উপজেলার লামাতাশি ইউনিয়নের রামপুর বাড়িকান্দি এলাকার কৃষি জমি থেকে অবাধে মাটি উত্তোলন করে ইট ভাটায় নেয়া হচ্ছে। এতে একদিকে পরিবেশ ভারসাম্যহীন হয়ে পড়ছে, অপর দিকে হুমকীর মুখে পড়ছে কৃষি জমি। এলাকাবাসী সূত্রে জানা যায়, বিভিন্ন ইট ভাটার মালিক ইট কাটায় ব্যবহারের জন্য মাটি বেশী দামে ক্রয় করে থাকে। ওই জমির মাটি উত্তোলনের ফলে গর্ত হয়ে যায়। এতে জমি গর্ত হয়ে যাওয়ায় পাশের জমির মালিক ইচ্ছা না থাকা সত্বেও মাটি বিক্রি করতে বাধ্য হয়। এ অবস্থায় ভাটার মালিক মাটির মূল্য অনেক কম দেবে বলে জমির মালিককে জানায়। কিন্তু উপায় না থাকায় জমির মালিক কম মূল্যে মাটি বিক্রি করতে বাধ্য হয়। এভাবে ইট ভাটায় কৃষি জমির মাটি নিয়ে যাওয়ায় বোরো জমি নীচু হয়ে যাচ্ছে। এতে ওই এলাকার জমি বোরো চাষের অনুপযোগী হয়ে পড়ছে।
এ ব্যাপারে সচেতন মহল কৃষি জমি থেকে মাটি উত্তোলন বন্ধে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছে।