Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বঙ্গবন্ধু স্বপ্ন দেখেছিলেন এ দেশ সোনার বাংলা হবে-মাহবুব আলী

চুনারুঘাট প্রতিনিধি ॥ বঙ্গবন্ধু স্বপ্ন দেখেছিলেন এ দেশ সোনার বাংলা হবে। আপনাদের ছেলে মেয়েরা আজ বই খাতা নিয়ে বিদ্যালয়ে আসে। আগামী ৫ বছরের মধ্যে তাদের আর বই খাতা নিয়ে বিদ্যালয়ে আসতে হবে না। তারা কম্পিউটার নিয়ে বিদ্যালয়ে আসবে। বর্তমান সরকার যোগাযোগ ও শিক্ষায় বৈপ্লবিক পরির্বতন এনেছেন। ঢাকা-সিলেট মহাসড়ক ফোর ল্যান হবে। ইন্টারনেট ব্যবস্থায় বাংলাদেশ এগিয়ে যাচ্ছে বলেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এডঃ মাহবুব আলী এমপি।
তিনি আরও বলেন, গ্রামাঞ্চলের রাস্তা কাঁচা থাকবেনা, পর্যায়ক্রমে সব রাস্তা পাকা করা হবে। চুনারুঘাট উপজেলা শত ভাগ বিদ্যুতায়ন হয়েছে। বাংলাদেশ বীরের জাতি। মাত্র ৯ মাসের মধ্যে দেশ স্বাধীন হয়েছে। তিনি শনিবার দুপুর ২টায় চুনারুঘাট সরকারি কলেজের ৬ তলা ভবন উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন। কলেজের অধ্যক্ষ অশিত কুমার পালের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর, চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মাসুদ রানা, থানার অফিসার ইনচার্জ শেখ নাজমুল হক, ভাইস চেয়ারম্যান আলহাজ্ব লুৎফুর রহমান মহালদার, পৌর আওয়ামীলীগের সভাপতি তাহের মিয়া মহালদার, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান রিপন। উল্লেখ্য যে, শুক্রবার বিকেলে চুনারুঘাট গাজীগঞ্জ-রানীগাঁও দুই কিলোমিটার রাস্তা ও পারকুল-নাছিমাবাদ চা বাগান এক কিলোমিটার পাকা রাস্তা উদ্বোধন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এডঃ মাহবুব আলী এমপি।