Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জে বসত ঘরে আগুন অর্ধলক্ষাধিক টাকার ক্ষতি

নবীগঞ্জ সংবাদদাতা ॥ নবীগঞ্জ উপজেলার বাউশা ইউনিয়নের হরিধরপুর গ্রামে রাতের আধারে একদল দুর্বৃত্ত একটি বসত ঘরে আগুন লাগিয়ে দেওয়ার খবর পাওয়া গেছে। পরে গ্রামের লোকজন আপ্রান চেষ্টা করে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়েছেন। স্থানীয় সুত্রে জানা যায়, ওই গ্রামের রুহুল আমীনের বসত ঘরে শুক্রবার গভীর রাতে একদল অজ্ঞাত দুর্বত্ত আগুন লাগিয়ে পালিয়ে যায়। মুহুর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা ঘরের চারিদিকে ছড়িয়ে পড়লে বাড়ীর লোকজনের আর্তচিৎকারে গ্রামের লোকজন এগিয়ে আসেন। এবং লোকজনের আপ্রান চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আসে। এতে প্রায় অর্ধলক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। খবর পেয়ে স্থানীয় চেয়ারম্যান আবু সিদ্দ্কি ও ইউপি সদস্য দিপ্তেন্দু দাশ গুপ্তসহ বিভিন্ন সামাজিক ব্যক্তিবর্গ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় নবীগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।