Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

লাখাইয়ে নবজাতকের লাশ উদ্ধার ॥ মা হাসপাতালে

স্টাফ রিপোর্টার ॥ লাখাই উপজেলার কাটিহারা গ্রামে নবজাতকের লাশ উদ্ধার করেছে লাখাই থানা পুলিশ। গত মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে সন্ধ্যায় এ ঘটনা ঘটে। জানা যায়, জনৈক্য লাখাই উপজেলার বামৈ ইউনিয়নের কাটিয়ারা গ্রামে দীর্ঘদিন ধরে বসবাস করে আসছেন। সেখানে থাকার সুবাধে তার কিশোরী কন্যার সাথে প্রেমের সম্পর্ক গড়ে উঠে একই গ্রামের এক ব্যক্তির সাথে। এক পর্যায়ে সে ওই কিশোরী সাথে অবৈধভাবে শারীরিক সম্পর্ক গড়ে তুলে। পরে ওই কিশোরী গর্ভবতী হয়ে উঠলে সোমবার রাতে পুত্র সন্তান প্রসব করে অজ্ঞান হয়ে পড়ে। এ সুযোগে কে বা কারা ওই নবজাতকে পাশ্ববর্তী ডোবায় ফেলে দেয়। মঙ্গলবার সন্ধ্যায় নবজাতকের মরদেহ ডোবায় ভাসতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেয়। পরে লাখাই থানা পুলিশ মরদেহ উদ্ধার করে। এ সময় অজ্ঞান অবস্থায় কিশোরীকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করে। এ ব্যাপারে লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল ইসলাম বলেন, ‘নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া চিকিৎসার জন্য নবজাতকের মাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।’