Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

চুনারুঘাটে জীবিত ব্যাক্তিকে মৃত সাজিয়ে দলিল ॥ আদালতে মামলা

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাটে জিবিত ব্যাক্তিকে মৃত দেখিয়ে জাল দলিল তৈরি করে হাজার হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে ডিটরাইটার আব্দুল আলীমসহ দুই জনের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়েছে। চুনারুঘাট উপজেলার হাতুরাকান্দি গ্রামের আইয়ুব আলীর পুত্র জুনায়েদ আহমেদ বাদী হয়ে হবিগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমল আদালত-২ এ এই মামলা দায়ের করেন। মামলায় অন্যান্য আসামীরা হল একই উপজেলার শিমুলতলা গ্রামের আব্দুল আউয়ালের পুত্র চুনারুঘাট সাবরেজিষ্টার অফিসের সনদ নং-৭৩ ডিটরাইটার আব্দুল আলীম ওরফে কাউছার, জিকুয়া গ্রামের মৃত আব্দুল মজিদের পুত্র ওয়াহিদ মিয়াসহ আরও একজন মহিলা। বিচারক মামলাটি আমলে নিয়ে প্রতিবেদন দেওয়ার জন্য চুনারুঘাট উপজেলা সাব রেজিষ্টার অফিসারকে নির্দেশ প্রদান করেন। যার নং- সিআর ৬১২/১৯ইং। মামলার বিবরণে জানা যায়, জানুয়ারী মাসের ১৭ তারিখ জিকুয়া গ্রামের আব্দুল মজিদের স্ত্রী জিবিত আমিনা খাতুনকে মৃত দেখিয়ে ভুয়া মাঠ পর্চা ও ওয়ারিসান সনদপত্রসহ বিভিন্ন কাগজপত্র জাল করে আব্দুল আলীম ও ওয়াহেদ মিয়া বাদী জুনেদের কাছ থেকে ৩৮ হাজার টাকা হাতিয়ে নেয় এবং একটি জাল দলিল সৃষ্টি করে যার নং- ২১২/১৯।