Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

আজমিরীগঞ্জে পিআইও’র বিরুদ্ধে অনিয়ম স্বেচ্ছাচারিতার অভিযোগ

স্টাফ রিপোর্টার ॥ আজমিরীগঞ্জ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম ও স্বেচ্ছারিতার অভিযোগ উঠেছে। মসজিদের উন্নয়নের বরাদ্ধের অর্থ থেকে উৎকোচ নেয়ার অভিযোগ উঠেছে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোহাম্মদ আলীর বিরুদ্ধে। এ নিয়ে এলাকায় আলোচনা সমালোচনার ঝড় বইছে। স্থানীয় সুত্রে জানা যায়, আজমিরীগঞ্জ উপজেলার কাকাইলছেও ইউনিয়নের মামুদপুর গ্রামের বায়তুন নূর জামে মসজিদের উন্নয়নের জন্য আজমিরীগঞ্জ-বানিয়াচং আসনের সংসদ সদস্য এড. আব্দুল মজিদ খান গত ২০১৮/১৯ সনের অর্থ বছরে উক্ত মসজিদ উন্নয়নের জন্য ৫০ হাজার টাকা অর্থ বরাদ্ধ দেন। বরাদ্ধের টাকা উত্তোলনের জন্য বায়তুন নূর জামে মসজিদের ইমাম মাওঃ আব্দুল করীমকে সভাপতি করে ৫ সদস্য বিশিষ্ট একটি কমিটি দাখিল করেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বরাবরে। বরাদ্ধের টাকা দুই কিস্থিতে ২৫ হাজার টাকা করে উত্তোলন করে উক্ত কমিটি। টাকা উত্তোলনের পর দুই কিস্তিতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার ব্যক্তিগত মোটর সাইকেল ড্রাইভার মোঃ লিটন মিয়ার মাধ্যমে উক্ত কমিটির সভাপতি ও মসজিদের ইমাম মাওঃ আব্দুল করীমের নিকট থেকে মাষ্টার রোল জমা বাবত ৮ হাজার টাকা উৎকোচ নেন। প্রকল্প কমিটির সভাপতি ও মসজিদের ইমাম মাওঃ আব্দুল করীমেরর সাথে আলাপকালে তিনি বলেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার নির্দেশে মোঃ লিটন মিয়ার নিকট দুই কিস্তিতে ৮ হাজার টাকা মাষ্টার রোল বাবত আমাদের কাছ থেকে নিয়ে নেন। মসজিদের উন্নয়নের বরাদ্ধ টাকা থেকে উৎকোচ নেয়ার ঘটনাটি এলাকায় চাউর হলে মুসল্লিসহ এলাকাবাসীর মাঝে নানান আলোচনা সমালোচলার ঝড় উঠে।