Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

৭ দফা দাবী আদায়ের লক্ষে চুনারুঘাট আমু চা বাগানে ৩ ঘন্টার কর্ম বিরতি

চুনারুঘাট প্রতিনিধি ॥ ৭ দফা দাবী আদায়ের লক্ষে আমু চা বাগানের শ্রমিকরা গতকাল ৩ ঘন্টা কর্ম বিরতি কর্মসূচী পালন করেছে। সকাল ৮ টা থেকে বেলা ১১ টা পর্যন্ত কর্মবিরতি পালন করা হয়। কর্মবিরতি পালনের পর শ্রমিকরা বের করে শুভা যাত্রা। আগামী ২০ মে এর মধ্যে দাবী মেনে না নিলে বাংলাদেশের সকল চা বাগানে লাগাতার কর্মবিরতি কর্মসূচী দেয়া হবে বলে শ্রমিক নেতারা জানিয়েছেন। কর্মসূচীর নেতৃত্ব দেন আমু চা বাগানের পঞ্চায়েত কমিটির সভাপতি অনিরুদ্ধ বাড়াইক, সাধারন সম্পাদক প্রদীপ শীল, লস্করপুর ভ্যালি সেক্রেটারী ধুবরাজ ঝড়া, সহ সভাপতি বিজলা কানু, চা জনগোষ্টীর কেন্দ্রীয় উপদেষ্টা মনি মংকর কর্মকার ও শ্রমিক নেতা গোপেন তাঁতী। শ্রমিক নেতারা বলেন, ২০ মে এর মধ্যে চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন, ২০০ টাকা মজুরী প্রদান, পোষ্যদের চাকরী কোটা নির্ধারন, চা বাগান নিয়ে আলাদা ইউনিয়ন পরিষদ গঠনসহ ৭ দফা দাবী মেনে না নিলে কঠোর কর্মসুচী দেয়া হবে। তারা ওই দাবী নিয়ে দীর্ঘদিন থেকে আন্দোলন সংগ্রাম করে আসছেন।