Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

মাধবপুর সংলগ্ন বিজয়নগরে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১ ॥ ৩০ জন আহত

আবুল হোসেন সবুজ, মাধবপুর থেকে ॥ ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর উপজেলা সংলগ্ন বিজয়নগরে দুটি বিলাশ বহুল বাসের মুখোমুখি সংঘর্ষে ১জন নিহত ও প্রায় ৩০ জন আহত হয়েছে। আহতদের মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বি.বাড়ীয়া সদর সহ ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংঘর্ষে মহাসড়কে ব্যারিকেড সৃষ্টি হলে উভয় দিকে শত শত গাড়ী আটকা পড়ে। পুলিশ নিহত বাস চালকের লাশ উদ্ধার করেছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সিলেটগামী বিআরটিসির একটি বাস (ঢাকা মেট্টো- ব-১১-৬১৬৬) মহাসড়কের বিজয়নগরের আমতলী নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী স্ক্যানিয়া গ্রিনলাইন এর একটি বাসের (ঢাকা মেট্টো -ব-১৪-৪১১৮) সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় বিআরটিসি বাস চালক দুলাল মিয়া (৪৫) ঘটনাস্থলেই নিহত হয়। গ্রিনলাইন চালককে আশংকাজনক অবস্থায় ২ পা কেটে উদ্ধার করে ঢাকায় প্রেরণ করা হয়েছে। উভয় গাড়ীর আহত হয়েছে প্রায় ৩০ যাত্রী। এর মধ্যে হাসান উল্লা (২৬), রুবেল (২৪), নজরুল (৩০), আফসার (২৮), রমজান (২০), বুট্টো (১২), আবুল খায়ের (৪৩), মুখলেছুর (৩০), ফারুক মিয়া (২৮), আমীর হোসেন (২৫) ও নুর আলম (৩৫)কে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও বাকীদের বি.বাড়ীয়া সদর সহ ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত দুলালের বাড়ী ময়মনসিং জেলায় বলে জানা যায়।