Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

তীব্র শীতে হাসপাতালে শতাধিক রোগী ভর্তি ॥ ঠান্ডায় ৩ নবজাতকের মৃত্যু

স্টাফ রিপোর্টার ॥ তীব্র শীতে হবিগঞ্জের জন জীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। শীতের প্রকোপে নানা রোগ-বালাই দেখা দিয়েছে। এসব রোগে আক্রান্ত হয়ে গতকাল শনিবার হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে শিশু-বৃদ্ধসহ নানা বয়সের প্রায় শতাধিক রোগী হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি হয়েছে। ইতিমধ্যে ঠান্ডা জনিত রোগে আক্রান্ত হয়ে গতকাল ৩ নবজাতকের মৃত্যু হয়েছে। তারা হল, আবুল হাসানের পুত্র নবজাতক, জসিম মিয়ার কন্যা রিনা ৫ দিন ও ফজল মিয়ার পুত্র রুমন ৬ দিন। গতকাল সরেজমিনে শিশু ওয়ার্ডে গিয়ে দেখা যায়, কোথাও বিন্দু মাত্রও পা-ফেলার জায়গা নেই। অনেকেই চিকিৎসা নিতে মেঝেতে এবং বারান্দায় পড়ে আছেন। রোগীর সংখ্যা ক্রমাগত বাড়তে থাকায় ডাক্তার ও নার্সরা চিকিৎসা সেবা দিতে হিমশীম খাচ্ছেন।
সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ মিঠুন রায় জানান, গত ৩ দিন ধরে তীব্র শীত পড়ায় শর্দি, কাশি, নিমুনিয়া, শ^াসকষ্টসহ নানা রোগে আক্রান্ত হচ্ছে সবাই। আর এদের মধ্যে বেশীর ভাগই নবজাতক ও শিশুরা। অতিরিক্ত ঠান্ডা এগিয়ে চলার পরামর্শও দেন তিনি।