Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বানিয়াচঙ্গে কামাল মিয়া হত্যাকান্ড ॥ ২৭ জনকে আসামী করে মামলা

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচঙ্গে কামাল মিয়া হত্যাকান্ডের ঘটনায় ২৭ জনের নাম উল্লেখ ও ৩/৪ জনকে অজ্ঞাত নামা রেখে নবীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। গত ১৯ ডিসেম্বর নিহত কামাল মিয়ার বোন আনোয়ারা খাতুন বাদী হয়ে এই মামলাটি দায়ের করেন।
মামলার এজহারে উল্লেখ্য করা হয়, ওই উজিরপুর গ্রামের বর্তমান মেম্বার জসিম মিয়ার নেতৃত্বে বেশ কয়েকজন লোক কামাল মিয়াকে হত্যার উদ্দেশ্যে নবীগঞ্জ থানার সীমান্তবর্তী বরাক নদীপর পূর্বপাড় এলাকায় পূর্ব থেকে উৎ পেতে থাকে। কামাল মিয়া ওই স্থানে পৌছামাত্র টেটা, রামদা, শাবল, ফিকল সহ দেশীয় অস্ত্র স্বস্ত্র নিয়ে আসামীরা কামাল মিয়ার উপর অর্তকিতভাবে হামলা চালায়। তার শোর চিৎকার শোনে নিহত কামাল মিয়ার আত্মীয় স্বজনরা এগিয়ে গেলে ক্ষতবিক্ষত অবস্থায় কামাল মিয়াকে রেখে আসামীরা পালিয়ে যায়। পরে গুরুতর অবস্থায় কামাল মিয়াকে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে নিয়ে আসলে করবর্ত্যরত চিকিৎসাক তাকে মৃত্যু ঘোষণা করেন।
মামলার বাদী আনোয়ারা খাতুন জানান, আমার ভাই হত্যাকারীরা এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করতে চায়। তাদের বিরুদ্ধে হত্যা মামলা ছাড়াও একাধিক চুরি, ছিনতাই, ডাকাতি, মাদক, চাঁদাবাজী আইনে বেশ কয়েকটি মামলা রয়েছে। এমন কোন অপরাধ নাই যা এই ব্যক্তিরা করেনি। তাদের ভয়ে এলাকার কোন মানুষ সত্য কথা বা ভাল কাজ করতে সাহস পায় না। তিনি বলেন, আমার ভাইয়ের হত্যার বিচার চেয়ে থানায় মামলা করেও আমরা বিপাকে পড়েছি। বর্তমানে আমরা নিরাপত্তাহীনতায় ভোগতেছি। আসামীরা এলাকায় অস্ত্র-স্বস্ত্র নিয়ে ঘুরা ফেরা করছে। ওই ব্যক্তিরা প্রতিনিয়ত আমাদের বিভিন্নভাবে হুমকি ধামকি দিয়ে যাচ্ছে। রাস্তা-ঘাটে চলাফেরা আমাদের জন্য কষ্টসাধ্য হয়ে যাচ্ছে শুধুই ওই আসামীদের জন্য। আমরা এই সব আসামীদের দৃষ্টান্তমূলক শাস্তিদাবী করি।