Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

অনুদানের চেক বিতরণকালে এমপি আবু জাহির ॥ নারীরা কারো মুখাপেক্ষী হলে চলবে না ॥ নিজের পায়ে দাঁড়াতে হবে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারীদেরকে বিভিন্ন ক্ষেত্রে সুযোগ করে দিয়েছেন। সেই সুযোগ আমাদের মা-বোনদেরকে কাজে লাগাতে হবে। নারীরা কারো মুখাপেক্ষী হলে চলবে না। নিজেদের ভাগ্য নিজেদেরই গড়তে হবে, নিজের পায়ে দাঁড়াতে হবে, আত্মবিশ্বাস নিয়ে চলতে হবে। তবেই সমাজে নারীদের মর্যাদা আরো বৃদ্ধি পাবে।
গতকাল বুধবার সকালে হবিগঞ্জ মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে স্বেচ্ছাসেবী সংগঠন সমূহের মধ্যে বাংলাদেশ মহিলা কল্যাণ পরিষদ (বামকপ) থেকে ২০১৮-২০১৯ অর্থ বছরে প্রাপ্ত সাধারণ অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
এমপি আবু জাহির আরো বলেন, নারীর ক্ষমতায়নে বাংলাদেশ বিশ্বে অনেক উন্নত দেশের থেকেও এগিয়ে আছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এদেশে নারীর ক্ষমতায়নের সূচনা করেন। বঙ্গবন্ধু নারী-পুরুষের সমান অধিকারে বিশ্বাস করতেন। তৃণমূলের নারীদেরকে উন্নয়নের মূল স্রোতে যুক্ত করতে কাজ করছে বর্তমান সরকার। রাজনৈতিক ক্ষমতায়নের জন্য স্থানীয় সরকার নির্বাচনে নারীদের জন্য পদ সৃষ্টি করা হয়েছে। এই ধারা অব্যাহত রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র জন্য সকলের নিকট দোয়া কামনা করেন তিনি। এ সময় তিনি ৩৮টি সমিতির মধ্যে মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে ৮ লাখ ৭০ হাজার টাকার চেক তুলে দেন।
অধিদপ্তরের উপ পরিচালক মোঃ মাহবুবুল আলমের সভাপতিত্বে চেক বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ সামছুজ্জামান, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি জমিলা খাতুন, সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌস আরা বেগম প্রমুখ।