Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জে ডাকাত সালেহ গ্রেপ্তার চোরাই মোটর সাইকেল উদ্ধার

ছনি চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ উপজেলার পাহাড়ি অঞ্চল খ্যাত দিনারপুরের শীর্ষ ডাকাত ও একাধিক মামলার আসামী আবু সালেহ (৩০) কে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় পুলিশের অভিযানে আবু সালেহের বাড়ি থেকে একটি চোরাই মোটর সাইকেলও উদ্ধার করা হয়। গতকাল রবিবার রাত ৯টায় উপজেলার দিনারপুর পরগণার আইনগাঁও সিএনজি স্ট্যান্ড এলাকায় গোপলার তদন্ত কেন্দ্রের একদল পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। আবু সালেহ উপজেলার দেবপাড়া ইউনিয়নের সদরঘাট গ্রামের ফজলুর রহমানের পুত্র। তার বিরুদ্ধে ডাকাতি, মারামারিসহ একাধিক মামলা রয়েছে।
পুলিশ জানায়, রবিবার রাতে শীর্ষ ডাকাত আবু সালেহ উপজেলার দিনারপুরের আইনগাঁও সিএনজি স্ট্যান্ড এলাকায় অবস্থান করছে এমন খবর পেয়ে গোপলার বাজার তদন্ত কেন্দ্রের ইনচার্জ কাওছার আলমের নেতৃত্বে এস আই মাজহারুল ইসলাম সহকারে একদল সঙ্গীয় ফোর্স ওই এলাকায় অভিযান চালায়। এসময় ডাকাত আবু সালেহ পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেও ব্যর্থ হয়। এবং পুলিশ তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। এর আগে আবু সালেহের গ্রামের বাড়ি সদরঘাটে অভিযান চালায় পুলিশ। এ সময় তার বাড়ি থেকে ডাকাতি হওয়া একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আজিজুর রহমান গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বলেন, ডাকাত সালেহের বিরুদ্ধে ডাকাতিসহ বেশ কয়েকটি মামলা রয়েছে। সালেহ বাড়িতে থেকে চোরাই একটি মোটরসাইকেল উদ্ধার হয়েছে।