Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

লাখাইয়ের সীমা-শামীমা পুলিশের খাঁচায় আটক

স্টাফ রিপোর্টার ॥ লাখাই উপজেলার বামৈ গ্রামে জন্ম সীমা ও শামীমার। চুরি তাদের পেশা। বোরকা লাগিয়ে নগরীতে ঘুরে বেড়ায়। মার্কেটে মার্কেটে দেয় ঢুঁ। আর সুযোগ পেলেই ছিনিয়ে নেয় মোবাইল কিংবা ভ্যানিটি ব্যাগ। সরকারি-বেসরকারি হাসপাতালেও ঘুরে বেড়ায় তারা। ইতিমধ্যে বেশ কয়েক বার সিলেট পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে তারা। জামিনে বেরিয়ে এসে আবার চুরির ধান্ধা। কয়েক দিন আগে সিলেটের জালালাবাদ পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছিলো। বেরিয়ে এসে গতকাল ঘটিয়েছে আরেক ঘটনা। গ্রেপ্তার হতে হয়েছে তাদের। রাত পর্যন্ত কোতোয়ালি থানা হাজতে ছিলো তারা। পুলিশ জানিয়েছে- তাদের বিরুদ্ধে মামলা হবে। শাস্তি তাদের পেতেই হবে। সীমা বেগম পপি। বয়স বেশি নয় ২৫ কিংবা ২৬ বছর। তার সহযোগি শামীমা বেগম নীপা। তার বয়স ৩৫ বছর।
দুই জনেরই বাড়ি লাখাই উপজেলার বামৈ গ্রামের। দু’জনই বিবাহিত। কিন্তু এখন স্বামীর ঘরে নেই। তারা বসবাস করে সিলেট নগরীর উশহরের কলোনি এলাকায়। দেড় বছর আগে তারা বসবাস করতো নগরীর সাদারপাড়া এলাকায়। একটি কলোনি ভাড়া নিয়ে তারা দুজন বসবাস করতো। স্থানীয়রা জানিয়েছেন- নানা অপকর্মে জড়িত সীমা ও শামীমা। রাত হলেই তাদের বাসায় আসা যাওয়া করতো পরপুরুষ। অসামাজিক কাজের পাশাপাশি মাদক ব্যবসায়ও জড়িত তারা। সকাল হলেই বোরকা পরে তারা চলে যেতো। ফিরতো বিকেলে। রাত হলেই আসতো পুরুষরা। তারা দুই জন নিজেদের বিবাহিত দাবি করলেও তাদের স্বামীরা সঙ্গে থাকে না। এ কারণে দু’জনের গতিবিধি নিয়ে এলাকার মানুষের সন্দেহ হয়। এক পর্যায়ে তাদের তাড়িয়ে দেয়া হয় ওই এলাকা থেকে।