Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জ উপজেলা সৎসঙ্গের উদ্যোগে অনুকুল চন্দ্রের জন্ম উৎসব পালন

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলা সৎসঙ্গের উদ্যোগে যুগপুরুষোত্তম পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনকুল চন্দ্রের ১৩২তম উৎসব বিভিন্ন অনুষ্টানমালার মধ্য দিয়ে গত শুক্রবার রাতে নবীগঞ্জ কেন্দ্রীয় গোবিন্দ জিউড় আখড়ায় সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানমালার মধ্যে ছিলে, গত বৃহস্পতিবার বিকালে ১ম থেকে ১০ শ্রেনীর ছাত্র-ছাত্রীদের মধ্যে ৩ টি বিভাগে চিত্রাংকন প্রত্রিযোগীতা। শুক্রবার সকালে ঠাকুরের প্রতকৃতিসহ মঙ্গল শোভাযাত্রা, সকাল ১০ টায় বস্ত্র বিতরন, দুপুর ১২ টায় ঠাকুরের লীলাকীর্তন, কীর্তন পরিবেশন করেন সিলেটের লীলা কীর্তনীয়া শ্রী বিশ্বদেব ভট্টাচার্য্য, দুপুর ২ টায় আনন্দবাজারে প্রসাদ বিতরন, বিকাল ৩.৩০ মিনিটে শ্রী শ্রী ঠাকুরের জীবন দর্শন বানী ও আচার্য্যবাদ বিষয়ের উপর ধর্ম সভা। এসপিআর নিরঞ্জন চন্দ্র চন্দের সভাপতিত্বে এবং মৃম্ময় কান্তি দাশ বিজন ও উত্তম কুমার পাল হিমেলের যৌথ পরিচালনায় এতে প্রধান আলোচক ছিলেন, সিলেট মদন মোহন বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যাপক এসপিআর আশোতোষ দাস। শুরুতে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা সৎসঙ্গের সাধারণ সম্পাদক উত্তম কুমার পাল হিমেল। এতে আলোচনা করেন, এসপিআর রতন কুমার দেব, এসপিআর সুকুমার দাশ, এসপিআর নিশিকান্ত দাশ, হবিগঞ্জ জেলা সৎসঙ্গের উৎসব কমিটির সভাপতি সুনীল চন্দ্র দাশ, সাধারণ সম্পাদক এডভোকেট অর্জুন চন্দ্র রায়, যাজককর্মী রনজিত দাস, সস্তয়নী অরুন বিজয় দাশ, বরুন চন্দ্র সরকার, নবীগঞ্জ উপজেলা সৎসঙ্গের সাবেক সাধারণ সম্পাদক রশময় শীল, শংকর গোপ প্রমূখ।