Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

পৈলারকান্দি ইউনিয়নে দাঙ্গা মুক্ত করণের লক্ষ্যে আলোচনা সভা

স্টাফ রিপোর্টার ॥ “ফিকল ছেড়ে কলম ধরি, দাঙ্গা মুক্ত হবিগঞ্জ গড়ি। “পুলিশ জনগনের বন্ধু, সেবাই পুলিশের ধর্ম” হবিগঞ্জের পুলিশ সুপারের এই শ্লোগান কে ব্রত মেনে নিয়েই বানিয়াচং এর প্রতিটি এলাকা দাঙ্গা মুক্ত করার লক্ষ্যে গতকাল বানিয়াচং থানার ১৫নং পৈলারকান্দি ইউনিয়নে এক আলোচনা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (বানিয়াচং সার্কেল) শেখ মোহাম্মদ সেলিম। বানিয়াচং থানার অফিসার ইনচার্জ রঞ্জন কুমার সামন্ত, সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মধ্যে বিশেষ অতিথি ছিলেন বানিয়াচং থানার ওসি তদন্ত প্রজিত কুমার দাস, ১৫নং ইউনিয়নের ইউপি চেয়ারম্যান ফজলুর রহমান খান, সাবেক চেয়ারম্যান খোয়াজ আলী, বিথঙ্গল পুলিশ ফাঁড়ী আইসি শাহরিয়ার আলম, এসআই ধ্রুবেশ চক্রবর্তী, এসআই মোঃ আব্দুস ছত্তার। এছাড়াও উপস্থিত ছিলেন এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গগন। সভায় প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত পুলিশ সুপার শেখ মোহাম্মদ সেলিম বলেন, বাল্যবিবাহ নারী নির্যাতন, ইভটিজিং প্রতিরোধে সকলকে ঐক্যবন্ধ হয়ে কাজ করতে হবে। প্রতিটি পরিবারের সন্তানদের সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে হবে। সন্তানরা সুশিক্ষায় শিক্ষিত হলে পরিবারের সুখ ও শান্তি আসবে। তিনি আরো বলেন- মোবাইল ফোনসহ সামাজিক যোগাযোগ মাধ্যমের অপব্যবহার করা হচ্ছে। মোবাইল ফোনসহ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের সঠিক ব্যবহার করতে হবে।
আলোচনা সভা শেষে এলাকার লোকজন আর কখনও মারামারি এবং দাঙ্গা-হাঙ্গামায় লিপ্ত হবেনা বলে হাত তুলে প্রতিজ্ঞাবদ্ধ হন।