Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জে জাইকা প্রকল্পের টাকা আত্মসাত মামলায় রুপায়ন জেলে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার করগাও ইউনিয়নের মুক্তাহার গ্রামের জাইকা প্রকল্পের আওতায় খাল খনন কর্মসূচীর টাকা আত্মসাতের মামলার হাজিরা দিতে গিয়ে মুক্তাহার গ্রামের বিরোদ চন্দ্র দাশের পুত্র জাইকা প্রকল্প বাস্তবায়ন কমিটির সাধারন সম্পাদক রূপায়ন দাশকে শ্রীঘরে প্রেরন করা হয়েছে।
জানাযায়, নবীগঞ্জ উপজেলার করগাও ইউনিয়নের মুক্তাহার গ্রামের জাইকা প্রকল্পের আওতায় খাল খনন কর্মসূচী বাস্তাবায়ন করার জন্য জাইকা ৬৫ লাখ টাকা মধ্যে নামমাত্র কাজ করে ২১ লাখ টাকা প্রকল্পের সভাপতি অনজিত দাশ লিটন ও সাধারন সম্পাদক রূপায়ন দাশ আত্মসাত করে ফেলে। এ ব্যাপারে বিগত বছরের আগষ্ট মাসে জাইকা প্রকল্পের সদস্য মুক্তাহার অনন্ত দাশ বাদী হয়ে নবীগঞ্জ থানায় মামলা দায়ের করেন। গতকাল মঙ্গলবার মামলার আসামী রূপায়ন দাশ হাজিরা দিতে গেলে বিজ্ঞ আদালত তার জামিন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরন করেন।