Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জে জে, কে স্কুলের প্রয়াত শিক্ষককে স্মরনে আলোকিত ব্যাচ ‘৯৫ সংগঠনের শোকসভা অনুষ্টিত

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ জে,কে মডেল সরকারী উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত বিএসসি প্রয়াত শিক্ষক সনৎ কুমার দাশের স্মরনে নবীগঞ্জ আলোকিত ব্যাচ ‘৯৫ এর উদ্যোগে গতকাল শুক্রবার বিকালে শোকসভা অনুষ্টিত হয়। সংগঠনের সভাপতি শামীম আহমদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুল মজিদের পরিচালনায় এতে আলোচনা করেন, আলোকিত ব্যাচ “৯৫ কমিটির সাবেক সভাপতি তনুজ রায়, সাধারণ সম্পাদক উত্তম কুমার পাল হিমেল, বর্তমান সহ-সভাপতি ধনঞ্জয় দেবনাথ, অর্থ সম্পাদক এলেমান আহমদ চৌধুরী, প্রচার সম্পাদক পিন্টু রায়, নির্বাহী সদস্য, জাহাঙ্গীর বখত চৌধুরী, সরাজ মিয়া, রাজীব কুমার রায়, শাহ সাজিদুর রহমান, কাঞ্চন বনিক, মইনুর রহমান সিদ্দিকী, শংকর চন্দ, আবু হুরায়রা মামুন, সমীরন দে, সুদীপ দাশ, আব্দুল মুহিত প্রমূখ। এ সময় প্রয়াত শিক্ষক সনৎ কুমার দাশের জৈষ্ট পুত্র নবীগঞ্জ প্রেসক্লাবরে সাবেক সাধারণ সম্পাদক সলিল কুমার দাশ উপস্থিত ছিলেন। বক্তাগন বলেন, শিক্ষাক্ষেত্রে নিবেদিত প্রাণ একনিষ্ট বিএসসি শিক্ষক সনৎ কুমার দাশ যে অবদান রেখেছেন তা বর্তমানে বিরল। তাঁর হাতে গড়া এ বিদ্যালয়ের অসংখ্য মেধাবী ছাত্র আজ দেশের বিভিন্ন উচ্চতম স্থানে স্বমহিমায় প্রতিষ্টিত। তাঁর মৃত্যুতে যে ক্ষতি হয়েছে তা পুরন হওয়ার নয়। শোক সভার শুরুতে তাঁর আত্মর শান্তি কামনা করে ১ মিনিট নিরবতা পালন করা হয়। সভায় কোরআন তেলওয়াত করেন শাহ সাজিদুর রহমান,গীতা পাঠ করেন ধনঞ্জয় দেবনাথ।