Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

শহরের বাণিজ্যিক এলাকার বন্ধন মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি ॥ আমানতের নামে গ্রাহকদের ৪ কোটি টাকা নিয়ে গা ঢাকা দিয়েছে সভাপতি, সম্পাদক

স্টাফ রিপোর্টার ॥ বন্ধন মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিঃ নামে একটি হায় হায় কোম্পানীর সভাপতি ও সম্পাদক গ্রাহকদের প্রায় ৪ কোটি টাকা আত্মসাত করে গা ঢাকা দিয়েছে। কোম্পানীর সভাপতি এম এ আউয়াল ও সাধারণ সম্পাদক রাজীব গা ঢাকা দেয়ার বিষয়টি প্রকাশ পেলে গ্রাহকরা তাদের হন্যে হয়ে খোজছে। ইতিমধ্যে গ্রাহকরা তাদের টাকা পাবার দাবীতে পৌর মেয়র ও মার্চেন্ট এসোসিয়েশনের সভাপতির নিকট লিখিত অভিযোগ দায়ের করেছে। অভিযোগে বলা হয়, হবিগঞ্জ শহরের বানিজ্যিক এলাকায় অবস্থিত বন্ধন মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিঃ নামে প্রতিষ্ঠানটি দীর্ঘদিন যাবৎ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানসহ সাধারণ মানুষদের নিকট থেকে আমানত গ্রহণ করে আসছে। যার সমবায় মন্ত্রনালয়ের রেজিঃ নং হবি-৮৩২/(১)। কোম্পানীর সভাপতি এম এ আউয়াল ও তার শ্যালক সাধারণ সম্পাদক রাজীব প্রায় ১শ জন গ্রাহকের নিকট থেকে প্রায় ৪ কোটি টাকা আমানত সংগ্রহ করেছে।
অভিযোগে বলা হয়, গত ১ ডিসেম্বর থেকে কোম্পানীর সভাপতি এম এ আউয়াল ও সাধারণ সম্পাদক রাজীব গ্রাহকদের প্রায় ৪ কোটি টাকা নিয়ে গা ঢাকা দিয়েছেন। গ্রাহকদের নিকট থেকে আমানত সংগ্রহ করে শহরে নামে বেনামে জায়গা ক্রয় করেছে। এদিকে ১ ডিসেম্বর থেকে এম এ আউয়াল ও রাজীব আত্মগোপন করায় গ্রাহকরা তাদের হন্যে হয়ে খোজাখোজি করে কোন সন্ধান পাননি। এ অবস্থায় বাধ্য হয়ে ১৭ জন গ্রাহক যৌথ স্বাক্ষরে পৌর মেয়র মার্চেন্ট এসোসিয়েশনে অভিযোগ দায়ের করেছেন।