Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

রুম্পার মৃত্যুর ঘটনায় প্রেমিক সৈকতকে আটক করেছে ডিবি

এক্সপ্রেস ডস্ক ॥ রাজধানীর বেসরকারি স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের ছাত্রী রুবাইয়াত শারমিন রুম্পার মৃত্যুর ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তার কথিত ‘প্রেমিক’ সৈকতকে শনিবার রাতে রাজধানীর খিলগাঁও এলাকা থেকে জিজ্ঞাসাবাদের জন্য গোয়েন্দা পুলিশ (ডিবি) হেফাজতে নিয়েছে। রুম্পার মৃত্যুর ঘটনায় সৈকতের সংশ্লিষ্টতা রয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) দক্ষিণ বিভাগের ডিসি রাজিব আল মাসুদ বলেন, সৈকতকে আটক করা হয়নি। রুম্পার মৃত্যুর ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তাকে হেফাজতে নেয়া হয়েছে। এদিকে রুম্পা আত্মহত্যা করতে পারেন না বলে জানিয়েছেন তার মা নাহিদা আক্তার। তিনি বলেন, আমি আমার মেয়েকে ভালো করেই চিনতাম। সে আত্মহত্যাকে ঘৃণা করতো। সব সময় হাসিখুশি থাকতে পছন্দ করতো। মানুষের সঙ্গে খুব মিশতো। রুম্পার গ্রামের বাড়ি ময়মনসিংহ সদরের বিজয় নগরে। বাবা রোকন উদ্দিন পুলিশের পরিদর্শক হিসেবে হবিগঞ্জ জেলা পুলিশে কর্মরত। তার পরিবার অনেক দিন ধরে রাজধানীতে থাকছে। রুম্পা রাজারবাগ পুলিশ লাইনস উচ্চবিদ্যালয় থেকে মাধ্যমিক ও ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ থেকে উচ্চমাধ্যমিক পাস করে স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন।