Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

মাধবপুরে অবৈধ ভাবে বালু উত্তোলন পিতা-পুত্রের জেল ॥ ৪টি ড্রেজার ধ্বংস

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে পিতা-পুত্রকে ১ মাস করে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। এ সময় বালু উত্তোলনে ব্যবহৃত ৪টি ড্রেজার মেশিন আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংস করা হয়। বৃহস্পতিবার সন্ধ্যায় সহকারী কমিশনার (ভূমি) আয়েশা আক্তার এ রায় প্রদান করেন। তারা হলেন উপজেলার দক্ষিণ বরগ গ্রামের ছিদ্দিক আলীর ছেলে মোঃ ফারুক মিয়া (৫২) ও ফারুক মিয়ার ছেলে মাহিন মিয়া (২৪)।
মাধবপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল কাশেম জানান, উপজেলার বুল্লা ইউনিয়নের দক্ষিণ বরগ গ্রামের রাস্তার পাশ থেকে অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু ও মাটি উত্তোলনের খবর পেয়ে সহকারী কমিশনার (ভূমি) আয়েশা আক্তার অভিযান চালিয়ে পিতা-পুত্রকে আটক করে। এ সময় ভ্রাম্যমান আদালত বসিয়ে উভয়কে ১ মাস করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। সহকারী কমিশনার (ভূমি) আয়েশা আক্তার এর সত্যতা নিশ্চিত করেছেন।