Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

জন্মগত প্রতিবন্ধি হয়েও ভাগ্যে জুটেনি কোন ভাতা

স্টাফ রিপোর্টার ॥ প্রতিবন্ধী দিবস হলেও বানিয়াচঙ্গ উপজেলার খাগাওড়া গ্রামের মৃত জৈন উল্লার পুত্র আবু তাহের (৪০) এর সুখের ছোয়া লাগেনি। ৩ বেলা ২ মুটো ভাত তো দুরের কথা শহরের রাস্তায়-রাস্তায় ভিক্ষা করে চলে তার জীবন। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় শহরের টাউন হল রোড এলাকায় রাস্তায় হামাগুড়ি দিয়ে ভিক্ষা করতে দেখা যায় তাকে। এ সময় সে আক্ষেপ করে জানায়, জন্মগত প্রতিবন্ধী হয়েও সে ২০ বছর ধরে ভিক্ষা করে মানবেতর জীবিকা নির্বাহ করে আসছে। সরকার প্রতিবন্ধীদের ভাতাসহ নানান সাহায্য প্রদান করার কথা থাকলেও আজ পর্যন্ত সে কোন সাহায্য বা অনুদান পায়নি। রাস্তায় হামাগুড়ি দিয়ে ভিক্ষা করেই চলে তার সংসার। জন্মগত প্রতিবন্ধী হওয়ায় পুরুষ হয়েও তার ভাগ্যে জুটেনি স্ত্রীর ভালবাসা। তবে সংসার জীবনের তার একমাত্র মা-ই সব বলে জানিয়েছে। এখনোও কোন ভাতা পেয়েছ কি-না জানতে চাইলে সে জানায়, একাধিকবার আমার এলাকার মেম্বারের কাছে ভাতার জন্য গেলে মেম্বার বলে চেয়ারম্যানের কাছে যাও। আর চেয়ারম্যান বলে মেম্বারের কাছে যাও। এভাবেই নিরাশ হয়ে সে আর ভাতার জন্য কারও কাছে যায় না। প্রতিবন্ধী দিবস আজ কি জানেন? জবাবে সে বলে, ‘ভাত পাইনা খাইতাম, ইটা আবার কিতা? আমারে ১০ টা টেকা দ্যান। আমি যাইগ্যা’।