Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বাহুবলে বাল্য বিয়ে পন্ড করে দিয়েছে প্রশাসন ॥ মা-বা ও বরকে কারাদন্ড

স্টাফ রিপোর্টার ॥ বাহুবল উপজেলার খোঁজারগাও গ্রামের রমিজ আলীর কন্যা স্কুল ছাত্রী সুমি আক্তার (১৫) এর বিয়ে পন্ড করে দিয়েছে উপজেলা প্রশাসন বাহুবল। এদিকে বাল্য বিয়ের অপরাধে ওই স্কুল ছাত্রীর বাবা-মা ও বরকে ভিন্ন মেয়াদে কারাদন্ড প্রদান করেছেন ভ্রাম্যমান আদালত। গতকাল শুক্রবার দুপুর ১টায় বাহুবল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খ্রিস্টফার হিমেল রিছিল বিয়ের আসরে পৌছে সেই বিয়ে পন্ড করে দেন। এ সময় ভ্রাম্যমান আদালতে কন্যার বাবা-মাকে ৭দিন ও বরকে ১৫ দিনের কারাদন্ড প্রদান করা হয়।
জানা যায়, উপজেলার ওই গ্রামের রমিজ আলীর স্কুল ছাত্রী সুমি আক্তার (১৫) এর বিয়ে গতকাল শুক্রবার ধার্য করা হয় তারই প্রতিবেশী কিশোর বর আফজল মিয়া (১৭)’র সাথে। সব আয়োজন সম্পন্ন করে সুমির পরিবার। ঝাকঁ-ঝমকভাবে সাজানো হয় বিয়ে বাড়ির আঙ্গিনা। কনে ও বর পক্ষ বিয়ের জন্য প্রস্তুত হলে এমন সময় হাজির হন সহকারী কমিশনার (ভূমি) খ্রিস্টফার হিমেল রিছিল। দীর্ঘ জিজ্ঞাসাবাদ শেষে তাদের বাল্য বিয়ের কথা কথা স্বীকার করে। তাৎক্ষনিক কন্যার বাবা-মা ও বরকে উপজেলা অফিসে নিয়ে আসে প্রশাসন। পরে ভ্রাম্যমান আদালত বসিয়ে কনের বাবা-মাকে ৭ দিন করে ও বর আফজল মিয়াকে ১৫ দিনের কারাদন্ড প্রদান করেন তিনি।