Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

গাজীপুরে মুক্তিযোদ্ধার বাড়ীঘরে পুলিশের উপস্থিতিতে হামলা-ভাংচুর ॥ প্রতিক্রিয়া

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়নের গোবরখলা গ্রামের মুক্তিযোদ্ধা ও পুলিশ সদস্যের বাড়ীতে হামলা-ভাংচুরের ঘটনায় স্থানীয় মুক্তিযোদ্ধাদের মাঝে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। ২৪ ঘন্টার মধ্যে এ অন্যায়ের বিচার না করা হলে মুক্তিযোদ্ধারা আন্দোলনে নামবেন বলে হুসিয়ারী দিয়েছেন। গতকাল বিকালে গাজীপুর ইউপি কমান্ড কার্যালয়ে এক মতবিনিময় সভায় এ হুসিয়ারী দেয়া হয়। মত বিনিময় সভায় মুক্তিযোদ্ধা সুরুজ আলী, মুক্তিযোদ্ধা ফিরুজ মিয়াসহ ৩০/৩৫ জন মুক্তিযোদ্ধা উপস্থিত ছিলেন। মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল হক বলেন, সোমবার তুচ্ছ একটি ঘটনার জের ধরে গোবরখলা গ্রামের মুক্তিযোদ্ধা ছুরত আলীর ভাগিনা উজ্জল ও একই গ্রামের আঃ রহিম সর্দারের মাঝে ঝগড়া হয়। এতে রহিম সর্দার, আব্দুল মন্নান সর্দার ও রকিব সর্দার আহত হয়। এ নিয়ে উজ্জল, মুক্তিযোদ্ধা ছুরত আলী ও তার ছেলে রুবেলসহ ৪ জনকে আসামী করে থানায় মামলা দায়ের করা হয়। মামলা দায়েরের পর রাত ১১ টার দিকে চুনারুঘাট থানার দারোগা আব্দুল মালেক আসামী গ্রেপ্তার করতে মুক্তিযোদ্ধা ছুরত আলীর বাড়ীতে অভিযান চালান। এ সময় পুলিশের উপস্থিতিতে মুক্তিযোদ্ধার বাড়ী-ঘরের আসবাব পত্র, টেলিভিশন, ঘরের বেড়া ব্যাপক ভাংচুর চালায় প্রতিপক্ষরা। ছিড়ে ফেলা হয় মুক্তিযোদ্ধা ছুরত আলীর পুত্র পুলিশ সদস্য জুয়েলের ছবি। ছুরত আলী জানান, ভাংচুরের সময় এলাকার কুখ্যাত মাদক ব্যবসায়ী শাহিন ভুইয়া পুলিশের সাথে ছিল। হামলাকারীরা বাড়ী-ঘরে হামলা করে লুটে নেয় ২৫ হাজার টাকা ও ৩ ভরি স্বর্ণ। বিষয়টি পুলিশ সুপারকে অবহিত করা হয়েছে।