Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

প্রযুক্তির সঠিক প্রয়োগ করে প্রচুর বৈদেশিক মুদ্রা উপার্জন করা সম্ভব-এমপি আবু জাহির

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট মো. আবু জাহির এমপি বলেছেন, ডিজিটাল প্রযুক্তির সঠিক প্রয়োগ এবং সর্বাধিক ব্যবহার নিশ্চিত করে বাংলাদেশে প্রচুর বৈদেশিক মুদ্রা উপার্জন করা সম্ভব। তথ্য প্রযুক্তিকে কাজে লাগিয়ে আমাদের যুব সমাজ যাতে উন্নত বিশ্বের সাথে পাল্লা দিয়ে এগিয়ে যেতে পারে বর্তমান সরকার সব ধরনের পদক্ষেপ গ্রহন করেছে।
তিনি গতকাল সোমবার হবিগঞ্জ জেলা পরিষদ মিলনায়তনে ৩ দিন ব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই প্রকল্পের অধীনে জেলা প্রশাসন এই মেলার আয়োজন করে।
জেলা প্রশাসক মো. জয়নাল আবেদীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ জাহান আরা খাতুন। এসময় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন সিভিল সার্জন ডাঃ নাছির উদ্দিন ভূইয়া, স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক দিলীপ কুমার বণিক ও জেলা টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি মো. আলমগীর খান। অনুষ্ঠানে স্বাগত ভাষণ দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আবদুর রউফ।
এমপি আবু জাহির পরে অতিথিদের নিয়ে মেলায় স্থাপিত বিভিন্ন স্টল পরিদর্শন করেন। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ২০টি স্টল সহ বিপুল সংখ্যক শিক্ষার্থী এতে অংশগ্রহণ করে। আগামী বুধবার মেলার সমাপ্তি হবে।