Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জে শিলা পাথরে মানুষের চোঁখের আকৃতি!

নবীগঞ্জ প্রতিনিধি ॥ বিশ্বাস করুন বা না করুন, অবিশ্বাস্য হলেও সত্য। সম্প্রতি নবীগঞ্জের উপর দিয়ে বয়ে যাওয়া শিলা পাথরের মাঝে মানুষের চোঁখের আকৃতি দেখা গেছে! ঘটনাটি ঘটেছে পৌর শহরের রাজাবাদ গ্রামে। কুড়িয়ে পাওয়া শিলা পাথরের চোঁখের দৃশ্যটি ক্যামেরা বন্দি করে রেখেছেন শিশুটির পিতা সংগীত শিল্পী মোস্তাফিজুর রহমান সেলিম। ঘটনাটি জানাজানি হলে আশপাশের উৎসুক মানুষের ভিড় জমে। কিছুক্ষনের মধ্যে প্রাকৃতিক শিলা পাথরটি গলে যাবে বিধায় নিজ মোবাইল দিয়ে ছবি ধারন করে রাখেন তিনি। এ ব্যাপারে মোস্তাফিজুর রহমান সেলিমের সাথে কথা হলে তিনি জানান, কয়েক দিন পুর্বে বিকেলে বয়ে যাওয়া শিলা বৃষ্টির সময় হোমল্যান্ড স্কুলের ১০ম শ্রেণীর ছাত্রী শারমিন আক্তার জেনি ও তার ছোট ভাই জে কে হাই স্কুলের ৬ষ্ট শ্রেণীর ছাত্র তানহিদুর রহমান অনি এবং আদর্শ প্রাইমারী স্কুলের ৪র্থ শ্রেণীর ছাত্র তৌসিফুর রহমান অহি খেলার জন্য শিলা বৃষ্টির পাথর কুড়িয়ে আনে। এ সময় পাথরের মাঝে মানুষের চোঁখের আকৃতি দেখে ভয়ে চিৎকার দিয়ে উঠলে বাড়ির লোকজন ছুটে এসে এ দৃশ্য দেখতে পায়। সাথে সাথে এর ছবি ক্যামেরায় ধারন করে রাখা হয়।