Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বাউসা ইউনিয়ন ভিত্তিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ

নবীগঞ্জ প্রতিনিধি ॥ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে নবীগঞ্জ উপজেলা বাউসা ইউনিয়ন ভিত্তিক হিফজুল কোরআন প্রতিযোগিতার ফলাফল ঘোষণা ও বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে ধুলচাতল তাজিয়া মোবাশ্বিরিয়া আলিম মাদ্রাসা প্রাঙ্গনে বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ ও বাংলাদেশ তালামীযে ইসলামিয়া বাউসা ইউনিয়ন শাখা কর্তৃক আয়োজিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানের পুর্বে ফলাফল ঘোষণা করে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন, হযরত মাওঃ শাহ্ সাদিকুর রহমান। বিশেষ অতিথি ছিলেন, হযরত মাওঃ হোসাইন আহমেদ। হিফজুল কোরআন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে অত্র ইউনিয়নের বিভিন্ন মাদ্রাসার শিক্ষার্থীরা। প্রতিযোগিতার ১০ পাড়া গ্রুপের প্রথম স্থান অর্জন করে বদরদি গ্রামের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান দাইমুদ্দিন এতিমখানা ও হাফিজিয়া মাদ্রাসার কৃতি শিক্ষার্থী মোঃ আশিকুর রহমান এবং ৫ পাড়া গ্রুপের প্রথম স্থান অধিকার করে একই মাদ্রাসার কৃতি শিক্ষার্থী মোঃ মারুফ চৌধুরী। প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের কাছ থেকে ক্রেস্ট ও নগদ অর্থ গ্রহণ করে বিজয়ী মোঃ আশিকুর রহমান ও মোঃ মারুফ চৌধুরী।
উল্লেখ্য, যুক্তরাজ্য লেবার পার্টি নেতা বদরদি দাইমুদ্দিন এতিমখানা ও হাফিজিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা সহ-সভাপতি ফয়সল হোসেন চৌধুরী (এমবিই) ও প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক যুক্তরাজ্য প্রবাসী আলহাজ্ব জুনেদ হোসেন চৌধুরী’র অর্থায়নে প্রতিষ্ঠাকাল থেকেই পরিচালনা হয়ে আসছে বদরদি দাইমুদ্দিন এতিমখানা ও হাফিজিয়া মাদ্রাসা।