Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

মায়ের জন্য নয়া কাপড় নিয়ে ফেরা হলো না নজরুলের

ছনি চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জের নিখোঁজ মাদ্রাসা ছাত্র নজরুল ইসলাম (২০) দীর্ঘ দুই মাস পর লাশ হয়ে বাড়ি ফিরেছে। মায়ের জন্য নয়া কাপড়ের পরিবর্তে নিজেই সাদা নয়া কাপড় পড়ে বাড়ি ফিরছে, এনিয়ে মায়ের বিলাপ চলছে। ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় ট্রেন দুর্ঘটনায় নিহত ১৭ জনের মধ্যে মাদ্রাসা ছাত্র ভবঘুরে নজরুলের লাশ ও পরিচয় পাওয়া গেছে।
গতকাল মঙ্গলবার দুপুরে পুলিশ তার মা বাবাকে মোবাইলে নজরুলের নিহত হবার কথা জানান। নিহত মাদ্রাসা ছাত্র নবীগঞ্জ উপজেলার ইসলামপুর গ্রামের হারুন মিয়ার পুত্র নজরুল ইসলাম (২০) কিভাবে সেখানে গিয়েছে তা মা-বাবা জানেন না। তারা জানান, নজরুল শ্রীমঙ্গলের একটি হাফিজিয়া মাদ্রাসায় লেখাপড়া শেষ করে সেখানেই টমটম চালিয়ে জিবিকা নির্বাহ করতো। ২/৩ মাস পর বাড়ি আসতো। সঠিক ঠিকানা কাউকে বলতো না কোথায় সে থাকে।
নজরুলের মা জোসনা বেগম জানান, “আমার লক্ষিন্দর (ছেলে) দুই মাস আগে আইলো, আবার আইলে আমার লাগি নয়া কাপড় আনবো, ‘আজকা আমার লক্ষিন্দর নয়া কাপড় পইরা বাড়ি আইবো” বলে তিনি মুর্ছা যাচ্ছি ছিলেন। অত্যন্ত হতদরিদ্র পরিবারের সন্তান নজরুল। তার মা জোসনা বেগম আরো বলেন- গতকাল দুপুরে পুলিশ ফোন করে জানাইছে আমরা লাশ আনার লাগি, এখন তার বাপ চাচারা লাশ আনার লাগি যাইবা।’
নজরুলের বাবা হারুন মিয়া জানান, চার ভাই এক বোনের মধ্যে নজরুল ছিলো সবার বড়। গত দুই মাস যাবৎ নজরুলের কোন খবর ছিলো না। তিনি কোন ফোন ব্যবহার করেন না তাই তার সাথে কোন কথা হয়নি। দুই মাস তিন মাস পরপর বাড়ি আসতো তাই আমরা খোঁজ নেই নাই। “আজকে যে আমার যাদু লাশ হয়ে আসবে সেটা কে জানতো”। পিতা হারুন মিয়া ও মাতা জুৎ¯œা বেগম শায়েস্তাগঞ্জ রেলওয়ে স্ট্রেশনে পৌছে তাদের ছেলে নজরুল মিয়া বলে নিশ্চিত করেছেন। নিহত নজরুল মিয়া ৪ ভাই ১ বোনের মধ্যে সে ৩য় ছিল।
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুর রহমান নিহতের সত্যতা নিশ্চিত করেছেন।