Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

অভিভাবকরা সচেতন হলে পড়ালেখার মান আরো বৃদ্ধি পাবে-মামুন খন্দকার

বানিয়াচং প্রতিনিধি ॥ অভিভাবকরা সচেতন হলে পড়ালেখার মান আরো বৃদ্ধি পাবে, শিশুদের প্রথম শিক্ষক হচ্ছেন তার মা বাবা, তাদের মাধ্যমেই সন্তান কথা বলা শিখে। গতকাল মীরমহল্লা সরকারী প্রাথমিক বিদ্যালয় কর্তৃক আয়োজিত প্রাথমিক শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে আয়োজিত অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মামুন খন্দকার এ কথাগুলো বলেন। বিদ্যালয় ব্যব¯’াপনা কমিটির সভাপতি সাংবাদিক এস এম খোকন এর সভাপতিত্বে ও সাংবাদিক মখলিছ মিয়া’র সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতেই কোরআন তেলায়াত করেন ৫ম শ্রেণীর ছাত্রী নাদিয়া সুলতানা, গীতা পাঠ করেন রিমা সরকার, স্বাগত বক্তব্য রাখেন প্রধান শিক্ষক সুজিত বিশ^াস। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগ এর সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ আমির হোসেন মাস্টার, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ছাইফুল আলম, আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক পারভীন আক্তার খানম। অনুষ্ঠানের শেষাংশে শিক্ষাক্ষেত্রে অবদান রাখায় প্রধান অতিথি উপজেলা নির্বার্হী অফিসার মোঃ মামুন খন্দকার। বিশেষ অতিথি বীরমুক্তিযোদ্ধা আমির হোসেন মাস্টার, উপজেলা শিক্ষা অফিসার ছাইফুল আলম ও সহকারী শিক্ষা অফিসার হাসিবুল ইসলামকে সম্মাননা স্মারক প্রদান করেন সভাপতি এস এম খোকন ও প্রধান শিক্ষক সুজিত বিশ^াস। হবিগঞ্জ জেলার শ্রেষ্ট্র ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় জেলা সার্ক মানবাধিকার কমিশনের সাধারণ সম্পাদক সাংবাদিক এস এম খোকনকে বিদ্যালয়ের পক্ষ থেকে সম্মানা স্মারক তুলেদেন প্রধান অতিথিসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ। পরে শ্রেণী ভিত্তিক মেধাবী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলেদেন প্রধান অতিথিসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ।