Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

শহরতলীর দুর্লভপুর গ্রামে দূর্ধর্ষ ডাকাতি ॥ সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্নালংকারসহ ৪ লাখ টাকার মাল লুট

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার দুর্লভপুর গ্রামে পোস্ট অফিসের পরিদর্শক (অবঃ) ছদর হোসেনের বাড়িতে এক দূর্ধর্ষ ডাকাতি সংগঠিত হয়েছে। ডাকাতরা বাড়ির প্রধান ফটকসহ ৩টি তালা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে পিস্তল উচিয়ে সবাইকে জিম্মি করে। পরে গরে রক্ষিত সাড়ে ৬ ভরি স্বর্ণালংকার, নগদ ৪৫ হাজার টাকা ও ৭টি মোবাইল সেটসহ মোট ৪ লাখ টাকার মাল হাতিয়ে নেয়। শনিবার দিবাগত রাত ৩টায় এ ঘটনা ঘটে।
জানা যায়, ছদর হোসেনের বাড়িতে শনিবার রাত ৩টার দিকে ১৪/১৫ জনের একদল মুখোশধারী ডাকাত বাড়ির সীমানা প্রাচীর টপকে ভেতরে প্রবেশ করে। ডাকাতরা ঘরের প্রবেশ করেই অস্ত্রের মুখে ছদর হোসেনের মেয়ের জামাই শিক্ষানবিশ আইনজীবী মোঃ আবুল খায়ের এর হাত, পা, চোঁখ বেধে ফেলে। ডাকাতরা ছদর হোসেনের কন্যা রিচি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা নাছরিন আক্তার রিতার কাছে স্বর্নালংকার দাবি করলে তিনি দিতে অপারগতা প্রকাশ করে। এ সময় তার আড়াই বছরের পুত্র সন্তানকে মায়ের কোল থেকে ছিনিয়ে নেয় এবং হত্যার হুমকি দেয়। ডাকাতদল বাড়ির একটি কক্ষে শিশু, নারী-পুরুষসহ ১০জনকে হাত, পা, বেধে অস্ত্রের মুখে জিম্মি করে রাখে। চিৎকার করলে গুলি করে সবাইকে মেরে ফেলার হুমকী দেয় ডাকাতদল। ঘটনার পর বাড়ির লোকজন স্থানীয়দের ও পুলিশে খবর দিয়ে সকালে সদর থানা পুলিশ ও রিচি ইউনিয়ন চেয়ারম্যান মিয়া মোহাম্মদ ইলিয়াছ ঘটনাস্থল পরিদর্শন করেন।