Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

চুনারুঘাটে কিশোরী ধর্ষিত দফা-রফার চেষ্টা অব্যাহত

চুনারুঘাট প্রতিনিধি ॥ ৩ দিন অতিবাহিত হলেও এখনো বিচার পায়নি চুনারুঘাটের ধর্ষিতা এক কিশোরী। দরিদ্র ওই কিশোরী টাকার অভাবে মামলাও করতে পারছে না। এরই মাঝে দিন কাটাতে হচ্ছে নিরাপত্তাহীনতার মাঝে। তার এমন কেউ নেই যিনি এগিয়ে আসবেন সাহায্যের হাত নিয়ে। বিষয়টির দফা-রফার চেষ্টাও চলছে।
এলাকাবাসীরা জানান, উপজেলার গাজীপুর ইউনিয়নের কারিশাবস্তি গ্রাম এলাকায় নবপ্রতিষ্টিত আশ্রায়নের বাসিন্দা জনৈক সর্বহারা কিশোরী কন্যা (১৩) কে গত বৃহস্পতিবার রাতে ৪ ব্যক্তি তার ঘরে প্রবেশ করে পর্যায়ক্রমে ধর্ষণ করে। এ সময় তার শোর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে ধর্ষকরা পালিয়ে যায়। বিষয়টি জানাজানি হলে শনিবার রাতে এ নিয়ে সালিশ বসে। ওই সালিশে কারিশা বস্তি গ্রামের আঃ হক, চেকানগর গ্রামের আলতা মিয়াসহ অনেক গ্রামবাসি উপস্থিত ছিলেন। এক পর্যায়ে সালিশ পন্ড হয়ে যায়। গতকাল রবিবার ওই ধর্ষিতা, আশ্রয়নের বাসিন্দা জিতু মিয়া, খালেক, জাহিরসহ ৮/১০ জন চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা কার্যালয়ে উপস্থিত হয়ে বিচারের দাবী জানায়। নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাশহুদুল কবীর ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ওই কিশোরী তার কার্যালয়ে এসে বিচার প্রার্থী হয়েছে। কিশোরী বলেছে, তার মা কাজের সন্ধানে গত ১০/১২ দিন যাবৎ ভাটি অঞ্চলে রয়েছেন। এ সুযোগে ওই ৪ ব্যক্তি তাকে ধর্ষন করে। এ ব্যাপারে মুত্তিযোদ্ধা আঃ হামিদ বলেন, গুচ্ছ গ্রামে বসবাসকারী বহিরাগত কিছু লোকের প্ররোচনায় মেয়েটি এমন মিথ্যা অভিযোগ এনেছে। এটা ষড়যন্ত্র। অপরদিকে স্থানীয় ইউপি সদস্য আঃ নুর ঘটনাটি শুনেছেন বলে জানান।