Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

মাধবপুরে মার্বেল ফ্যাক্টরী স্থাপনের বিরুদ্ধে অভিযোগ ॥ পরিবেশ অধিদপ্তরের নিষেধাজ্ঞা

স্টাফ রিপোর্টার ॥ মাধবপুর চারু সিরামিক্স ইন্ডাস্ট্রির বিরুদ্ধে এলাকাবাসী অভিযোগ দায়ের করেছে। লিখিত অভিযোগে উপজেলার বাঘাসুরা ইউনিয়নের শাহজিবাজার এলাকায় চারু সিরামিক্স ইন্ডাস্ট্রি লিমিটেড নামে কারখানা প্রতিষ্টার করা হয়। জন জীবন হুমকীর সম্মুখীন হতে পারে ওই এলাকার ২৫০টি পরিবারের। চলতি বছরে চারু সিরমিক্স ইন্ডাষ্ট্রি নতুন করে আরেকটি মার্বেল ফ্যাক্টরি স্থাপনের কাজ শুরু করে। নির্মিতব্য মার্বেল ফ্যাক্টরি শব্দ দোষণ থেকে বাঁচতে পার্শ্ববর্তি আবাসিক এলাকার বাসিন্দাগন গত ২০ অক্টোবর গণস্বাক্ষর করে পরিবেশ ও বন মন্ত্রনালয়সহ স্থানীয় প্রসাশন ও জনপ্রতিনিধি বরাবররে একটি অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে গত বৃহস্পতিবার পরিবেশ অধিদপ্তরের একটি প্রতিনিধিদল সরেজমিনে মার্বেল ফ্যাক্টরি পরিদর্শন শেষে নির্মিতব্য ফ্যাক্টরি স্থাপনে নিষেধ করেন।
এ ব্যাপারে চারু সিরামিক্স ইন্ডাষ্ট্রির এডমিন আব্দুল বাতেন ও জিএম কামাল উদ্দিনের সাথে ফোনে যোগাযোগ করা হলে ঊর্ধতন কর্তৃপক্ষের অনুমতি ব্যতিত কোন মন্তব্য করতে পারবেন না জানান।