Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

চুনারুঘাটের বদরগাজী ব্রীজে ফাটল ॥ দুর্ঘটনার আশঙ্কা

অপু দাশ, শায়েস্তাগঞ্জ থেকে ॥ চুনারুঘাট উপজেলার দেউন্দি চা বাগান রোডের শানখলা ইউনিয়নের বদরগাজী সেতুতে ভাঙ্গন ও ফাটল দেখা দিয়েছে। যে কোন সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। ফাটল দেখা দেয়ায় শায়েস্তাগঞ্জ থেকে দেউন্দি চা বাগানে ভারী যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। এ সেতু দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে সিএনজি অটোরিক্সাসহ ছোট ছোট যানবাহন চলাচল করলেও বড় কোনো যানবাহন চলাচল করছে না। সেতুটি ঝুঁকিপূর্ণ হওয়ায় ট্রাক ও ট্রাক্টর শায়েস্তাগঞ্জে আসতে পারছে না। এ দিকে বিকল্প সড়ক হিসেবে ব্যবহৃত হচ্ছে দেউন্দি বাগানের ভেতর দিয়ে চানপুর বাগান সড়কের গিলানি চা বাগানের ঝুকিপূর্ণ সেতুটি। দুটি সেতুই ঝুকিপূর্ণ হওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ সহ দেউন্দি চা বাগান কর্তৃপক্ষ ও শ্রমিকরা। দেউন্দি চা বাগানের ব্যবস্থাপক রিয়াজ উদ্দিনের জানান, সময়মতো চা চট্টগ্রামে না পাঠালে লোকসানে পড়তে পারে বাগান। বাগান ব্যবস্থাপক সেতুটি ভাঙ্গার সাথে সাথেই জেলা প্রশাসন ও সওজ’র ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে লিখিতভাবে জানান দ্রুত মেরামতের জন্য। কিন্তু অদ্যাবধি সেতুটি মেরামতের ব্যবস্থা না নেয়ায় শায়েস্তাগঞ্জসহ দেউন্দি চা বাগানের আশপাশের সব ক’টি ইউনিয়নের মানুষ যাতায়াতের ক্ষেত্রে চরম দুর্ভোগে পড়েছে।
স্থানীয় সূত্র জানায়, প্রভাবশালীরা নিজেদের স্বার্থে বালু ব্যবসা করছে। বালুভর্তি ট্রাক ব্রীজগুলো দিয়ে চলাচল করছে। তারমধ্যে বৃষ্টি হলেই ব্রীজগুলোর পাশ থেকে বালু মাটি সরে যাচ্ছে।
জানা গেছে, বাগান থেকে চলে আসা বিভিন্ন ছড়া থেকে অপরিকল্পিতভাবে বালু উত্তোলন করা হচ্ছে। আবার ব্রীজ দিয়ে বালুভর্তি ট্রাকও চলাচল করে। এসব কারণেই ব্রীজগুলো ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। আশঙ্কা করা হচ্ছে, যেকোন সময়ে ব্রীজগুলো ভেঙ্গে বাগানের সাথে যোগাযোগ বিছিন্ন হয়ে যেতে পারে। বিষয়টির প্রতি গুরুত্ব দিয়ে দ্রুত ব্রীজগুলো মেরামত ও পুনঃনির্মাণ করার জন্য চুনারুঘাট উপজেলা নির্বাহী অফিসারের কাছে অনুরোধ জানান স্থানীয়রা।